প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ, ডাক পেলেন নাঈম

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে শঙ্কাই সত্যি হলো। প্রিমিয়ার লিগের শিরোপা জেতা শেখ জামালের হয়ে খেলা ডানহাতি এই অলরাউন্ডার ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পাওয়ায় প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন।
বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরাজের জায়গায় নেওয়া হয়েছে ডানহাতি অফ স্পিনার নাঈম হাসানকে। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছেন ডানহাতি এই অফ স্পিনার।
বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে মিরাজের চোটের অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌদুরী বলছেন, 'গত ২৪ এপ্রিল একটি ক্যাচ নেওয়ার সময় মিরাজের ডানহাতের কনিষ্ঠ আঙু স্থানচ্যূত হয়। এক্স-রেতে ছোট একটি চিড় ধরা পড়েছে। আঘাতপ্রাপ্ত জায়গা বেধে রাখা হয়েছে। প্রাথমিক মূল্যায়নের পর বলা যায়, তার ফিট হতে অন্তত তিন সপ্তাহ লেগে যেতে পারে। এর অর্থ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।'
গত ২৪ এপ্রিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন মিরাজ। ইনিংসের ১৮তম ওভারে শেখ জামালের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে উড়িয়ে মারেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল। কিন্তু ছক্কা মারার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় হয় তামিমের।
বল চলে যায় মিড উইকেটের ফিল্ডার মিরাজের কাছে। সহজ ক্যাচই ছিল, কিন্তু ক্যাচটি নিতে গিয়ে ডানহাতের আঙুলে গুরুতর চোট পান মিরাজ। চোটের কারণে ৫০ বলে ৪২ রান করা তামিমের তোলা ক্যাচটি নিতেও পারেননি তিনি। চোট পাওয়া আঙুল ধরে ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে দেখা যায় মিরাজকে।

চার বছর পর টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ঢাকা পৌঁছে একদিনের বিরতির পর ১০ ও ১১ মে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। পরদিন চট্টগ্রামে যাবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।