দিল্লির হয়ে প্রথম ম্যাচেই আগুনে বোলিং মুস্তাফিজের

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের হয়ে ওয়ানডে সিরিজ খেলে ভারত যান মুস্তাফিজুর রহমান। কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার আগে পাঁচদিন আইসোলেশনে থাকতে হয় বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে। মুস্তাফিজকে দলে পেতে এই কদিনই যেন লম্বা মনে হচ্ছিল দিল্লির কাছে। বাংলাদেশ পেসারের আইসোলেশন শেষ হতেই দিল্লি ঘোষণা দেয়, 'সাবধান, বাঘ চলে এসেছে।'
প্রতিপক্ষের দেওয়া এই হুমকির মতোই দাপুটে শুরু হলো মুস্তাফিজের। শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লির সেরা বোলার 'দ্য ফিজ'। ৪ ওভারে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি উইকেট উঠেছে তার ঝুলিতে। ৪ ওভারে ৫.৭৫ ইকোনমিতে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
দিল্লির হয়ে এবারই প্রথম আইপিএল খেলছেন মুস্তাফিজ। নতুন দলের হয়ে প্রথম ওভারেই দাপট দেখান তিনি। তৃতীয় বলেই গুজরাটের ওপেনার ম্যাথু ওয়েডকে ফিরিয়ে দেন দিনি। প্রথম ওভারে তার খরচা ৭ রান। প্রথম ওভারে একটি চার হজম করতে হলেও দ্বিতীয় ওভারে কোনো বাউন্ডারি দেননি মুস্তাফিজ, খরচা করেন ৬ রান।
২ ওভারে ১১ রানে ১ উইকেট নেওয়া মুস্তাফিজের বাকি ২ ওভার জমিয়ে রাখেন দিল্লির অধিনায়ত ঋষভ পন্ত। ১৭তম ওভারে বোলিংয়ে আসেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। এই ওভারটায় একটু খরুচে ছিলেন তিনি, দেন ৯ রান। তবে ইনিংসের শেষ ওভারে রীতিমতো জাদু দেখান মুস্তাফিজ। মাত্র ৩ রানে তুলে নেন ২টি উইকেট। তার বোলিংয়ের কারণেই শেষ দিকে রান তুলতে পারেনি গুজরাট।
২০১৬ আইপিএল থেকে খেলছেন মুস্তাফিজ। অভিষেকের আসরে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন তিনি। হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফিজ। পরের আসরটি সুখের ছিল না তার জন্য। সানরাইজার্স হায়দরাবাদেই মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি, ছিলেন উইকেটশূন্য।
২০১৮ আইপিএলে ঠিকানা বদলায় মুস্তাফিজের, নাম লেখান মুম্বাই ইন্ডিয়ান্সে। আইপিএলের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন দলটিতেও সেরা সময় কাটেনি তার। ৭ ম্যাচ খেলার সুযোগ হয়, নেন ৭ উইকেট। ২০২১ আইপিএলে রাজস্থান রয়্যালস দলে ভেড়ায় বাংলাদেশ পেসারকে। এই মৌসুম দারুণ কাটে তার, ১৪ ম্যাচে দারুণ বোলিংয়ে নেন ১৪ উইকেট।