‘সাবধান, বাঘ চলে এসেছে’

দাপুটে জয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যও মামুলি বানিয়ে ফেলে ঋষভ পন্তের দল। ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় তারা। এক ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দিল্লি দ্বিতীয় ম্যাচ খেলবে ২ এপ্রিল। এর আগে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে দলে পেয়ে প্রতিপক্ষকে এক প্রকার হুমকিই দিয়ে রাখলো তারা।
২ এপ্রিল পুনেতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে দিল্লি। বাংলাদেশের হয়ে ওয়ানডে সিরিজের পর ভারত যাওয়া মুস্তাফিজ পাঁচ দিনের আইসোলেশন শেষে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন। পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্রকে পেয়ে গুজরাটকে যেন সেটা মনে করিয়ে দিলো দিল্লি। দলটির ঘোষণা, বাঘ চলে এসেছে।
বল ধরে বাঁহাত বাড়িয়ে পোজ দেওয়া মুস্তাফিজের একটি ছবি নিজেদের ফেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে দিল্লি। ছবিটি দিয়ে ২০২০ আইপিএলের রানার্স আপরা বাংলায় লিখেছে, 'সাবধান, বাঘ চলে এসেছে!' এরপর ইংরেজিতে লিখেছে, 'নীল ও লাল জার্সিতে গর্জে উঠতে প্রস্তুত ফিজ।'
দিল্লির দেওয়া এই হুমকি অবশ্য কেবল গুজরাট টাইটান্সের জন্যই নয়, বাকি প্রতিপক্ষদের জন্যও। আইপিএলের খেলা চার আসরের দুটিতে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজ। সর্বশেষ আইপিএলেও রাজস্থান রয়্যালসের পেস আক্রমণের কাণ্ডারী ছিলেন বাঁহাতি এই পেসার।
২০১৬ আইপিএল থেকে খেলছেন মুস্তাফিজ। অভিষেকের আসরে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন তিনি। হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফিজ। পরের আসরটি সুখের ছিল না তার জন্য। সানরাইজার্স হায়দরাবাদেই মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি, ছিলেন উইকেটশূন্য।
২০১৮ আইপিএলে ঠিকানা বদলায় মুস্তাফিজের, নাম লেখান মুম্বাই ইন্ডিয়ান্সে। আইপিএলের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন দলটিতেও সেরা সময় কাটেনি তার। ৭ ম্যাচ খেলার সুযোগ হয়, নেন ৭ উইকেট। ২০২১ আইপিএলে রাজস্থান রয়্যালস দলে ভেড়ায় বাংলাদেশ পেসারকে। এই মৌসুম দারুণ কাটে তার, ১৪ ম্যাচে দারুণ বোলিংয়ে নেন ১৪ উইকেট।