নিউজিল্যান্ড সফরের প্রক্রিয়ায় দক্ষিণ আফ্রিকায় জয়ের আশা

নিউজিল্যান্ড সফর মানেই যেন বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা; গত জানুয়ারির আগেও হিসাবটা এমন ছিল। অবশ্য কেবল বাংলাদেশই নয়; ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো মহারথীরাও নিউজিল্যান্ডের মাটিতে অসহায় হয়ে পড়ে। সেই নিউজিল্যান্ডেই গত জানুয়ারিতে টেস্ট জেতে বাংলাদেশ। যা ছিল কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়।
সেই জয়ের সুখস্মৃতি দক্ষিণ আফ্রিকা সফরেও নিজেদের সঙ্গে রাখছেন মুমিনুল হকরা। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে নিউজিল্যান্ডে পাওয়া জয়ে নজর বাংলাদেশের। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল জানালেন, যে প্রক্রিয়ায় খেলে নিউজিল্যান্ডে টেস্ট জিতেছিলেন তারা; সেই প্রক্রিয়াই অনুসরণ করতে চান দক্ষিণ আফ্রিকা সফরে। শুধরে নিতে চান ওই সফরের ভুল-ত্রুটিগুলোও।
এর আগে ওয়ানডে সিরিজ থেকে আত্মবিশ্বাস নিচ্ছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশকে মানসিক দিক থেকে এগিয়ে রাখবে বলে মনে করেন মুমিনুল, 'আপনি যখন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন। এর মধ্যে যখন আগের সিরিজ, যেমন ওয়ানডে সিরিজ জিতে যাবেন, তখন আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। যদিও লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য আছে।'
নতুন ফরম্যাটে নতুন শুরু কথা জানিয়ে মুমিনুল আরও বলেন, 'লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে। আমরা নিউজিল্যান্ডে কীভাবে খেলেছিলাম, ওই সময় প্রক্রিয়াগুলো কেমন ছিল, সেগুলো আবার সামনে আনতে হবে। ওখানে যে ভুল ছিল বা পিছিয়ে ছিলাম, সেই জায়গায় কাজ করতে হবে। আত্মবিশ্বাস তো অবশ্যই আছে, কিন্তু সব মিলিয়ে নতুন করে শুরু করতে হবে।'
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়, যা বাংলাদেশের জন্য ঐতিহাসিক। টেস্ট সিরিজেও দারুণ ক্রিকেট খেলে জয় ছিনিয়ে আনতে চান মুমিনুল। তার ভাষায়, 'আমি তো সব সময় বলি যে জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া মতো এগোনো। পাঁচ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।'