তাসকিনকে সান্ত্বনা দিয়ে ভারতের পথে মুস্তাফিজ

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়া শেষ, প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার মিশনে গর্বিত সদস্য মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশের দৃষ্টি এবার টেস্টে, এই সিরিজের অংশ নন মুস্তাফিজুর রহমান। তার মিশন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিলে খেলতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। আজ রাতেই তার ভারত পৌঁছানোর কথা।
এবারের আইপিএলে দল পাননি সাকিব আল হাসান। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি সবচেয়ে জমজমাট আসরটির দুদিনব্যাপী মেগা নিলামে দুইবার নাম উঠলেও সাকিবের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। ২ কোটি ভিত্তিমূল্যে মুস্তাফিজকে মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি।
তবু আইপিএলে সঙ্গী পেতে পারতেন তিনি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে ভেড়াতে চেয়েছিল তাসকিন আহমেদকে। কিন্তু বাংলাদেশের খেলা থাকায় ডানহাতি এই পেসারকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি। মন খারাপ হলেও সেটাকে পাত্তা দেননি তাসকিন। সতীর্থ অনুমতি না পাওয়ায় মন খারপ হয়েছে মুস্তাফিজেরও। তবে তাসকিনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই বলে জানিয়েছেন তিনি।
ভারতের বিমানে চড়ার আগে আইপিএলে নিয়ে কথা বলেন মুস্তাফিজ। তাসকিনের প্রসঙ্গ উঠলে বাংলাদেশ পেসার বলেন, 'আমাদের দলের (বাংলাদেশ) খেলা আছে। তাসকিন এখন আমাদের সেরা বোলার। এ জন্য এখন তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।'
আইপিএলে গত কয়েকটি আসরে সাকিব ও মুস্তাফিজ খেলেছেন। এবার আসরটিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। পুরো বাংলাদেশ যে তার দিকে তাকিয়ে থাকবে, সেটা বুঝতে পারছেন মুস্তাফিজ, 'আগে যেটা হতো যে, আমি আর সাকিব ভাই খেললে বাংলাদেশের মানুষ দুটি দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে, কারণ এ বছর সাকিব ভাই সব সংস্করণে (জাতীয় দলে) আছেন বলে সুযোগ পাননি।'
আইপিএলে নিজের লক্ষ্য নিয়ে মুস্তাফিজ বলেন, 'টি-টোয়েন্টি দলে কোনো বড়-ছোট নেই। দুই-তিনজন ভালো খেললে আপনি ফাইনালেও যেতে পারবেন। আমি সব সময়ই ভালো করতে চাই। যেকোনো খেলাতেই ভালো একটা ছন্দ পাওয়া লাগে। যদি আমি প্রথম থেকেই ভালো শুরু পাই, তাহলে সেটা ধরে রেখে ভালো করা সম্ভব।'