মালয়েশিয়াকে গুঁড়িয়ে কমনওয়েলথ বাছাই পর্ব শুরু সালমা-রুমানাদের

২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে দারুণ সময় পার করে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ওমিক্রনের হানায় বাছাই পর্ব শেষ না হলেও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে জায়গা হয়েছে বাংলাদেশের। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া নারী দলের লক্ষ্য এবার কমনওয়েলথ গেমসে টি-টোয়েন্টির মূল পর্বে জায়গা করে নেওয়া।
এই আসরের বাছাই পর্বেও উড়ন্ত সূচনা করেছেন বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন সালমা-রুমানারা।
বাছাই পর্বে পরের তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া, স্কটল্যান্ড ও শীলঙ্কা। ম্যাচ তিনটি ১৯, ২৩ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে কুয়ালালামপুরে।
মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে সুরাইয়া আজমিন, রুমানা আহমেদদের দারুণ বোলিংয়ের সামনে ৯ উইকেটে ৪৯ রান তোলে স্বাগতিকরা। জবাবে ২ উইকেটে ৮ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।
ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। ২৮ রান করে আউট হন শামিমা। দলীয় ৪৪ রানে থামেন মুর্শিদা। ফেরার আগে ১৪ রান করেন তিনি। এরপর জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার ও ফারজানা হক। নিগার ৩ ও ফারজানা ৭ রানে অপরাজিত থাকেন। দুটি উইকেটই নেন মালয়েশিয়ার নূর আরিয়ানা।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৩ রানেই প্রথম উইকেট হারানো মালয়েশিয়া নিয়মিত ধারায় উইকেট হারাতে থাকে। তাদের কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ওপেনার উইনিফ্রেড দুরাইসিংগাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন। বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। বাংলাদেশের সুরাইয়া ও রুমানা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সালমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।