যে কারণে দ্বিতীয়বার যুব বিশ্বকাপ দলে রাকিবুল-সাকিব

২০২০ যুব বিশ্বকাপ জয়ে বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন রাকিবুল হাসান ও তানজিম হাসান সাকিব। বয়সবিত্তিক পর্যায়ে সর্বোচ্চ শিরোপা জয়ের অভিজ্ঞতাই হয়ে গেছে তাদের। কিন্তু বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশনেও এই দুজনকে দলে নেওয়া হয়েছে। রাকিবুল হাসানকে করা হয়েছে অধিনায়ক।
বাংলাদেশের হয়ে দুটি যুব বিশ্বকাপ খেলেছেন সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব। তাদের কেউই শিরোপার স্বাদ নিতে পারেননি। রাকিবুল-সাকিব বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ার পরও কেন তাদেরকে আবার নেওয়া হলো? কী কারণে তাদের দলে নেওয়া হয়েছে, সোমবার সেটার ব্যাখ্যা দিলেন যুব দলের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় যুব এশিয়া কাপে অংশ নিতে ২১ ডিসেম্বর ধেশ ছাড়বে যুব দল। এশিয়া কাপ খেলে সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। আগের দিন মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনূর্ধ্ব-১৯ দলের ফটোসেশন করা হয়। সেখানেই রাকিবুল ও সাকিবকে দ্বিতীয়বার বিশ্বকাপ দলে নেওয়ার কারণ জানান কাউসার।
তিনি বলেন, 'প্রথমত আপনাকে দলের দিকে দেখতে হবে। টুর্নামেন্টে যেহেতু সুযোগ আছে তাদের খেলার, সেই সুযোগটা আমরা নিয়েছি। এখানে অভিজ্ঞতা একটা ব্যাপার, আমাদের যে কম্বিনেশন, তাতে খুবই তরুণ একটি দল। আমাদের গত বিশ্বকাপ দলের চার জন খেলোয়াড় এই দলে আছে, তার মধ্যে শুধু দুজন খেলেছে। আর যে দুজন আছে (প্রান্তিক নওরোজ নাবিল ও মেহরব হোসেন) তারা কিন্তু ম্যাচ খেলেনি।'
আইনগত বাধা না থাকায় এই দুই ক্রিকেটারকে দলে নিয়ে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। কাউসার বলেন, 'আইনগতভাবে খেলার জন্য তারা উপযোগী। তাদের যে অভিজ্ঞতা, এটা টিমের মধ্যে যদি দেওয়া যায়, আপনারা দেখেছেন তারা কীভাবে ভারতে কামব্যাক করেছে। দলে শুধু ঘাটতি ছিল অভিজ্ঞতা। আমরা মনে করছি, রকিবুল ও (তানজিম) সাকিবকে যে দলে আনা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। শুরুর তারিখ ঠিক থাকলেও আগের সূচিতে কিছু পরিবর্তন এনেছে এয়িশান ক্রিকেট কাউন্সিল। তাতে রাকিবুল-নাবিলদের গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটিতে পরিবর্তন এসেছে। আগের সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা ছিল ২৩, ২৫ ও ২৮ ডিসেম্বর। নতুন সূচিতে ২৪, ২৫ ও ২৮ ডিসেম্বর ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রাকিবুল হাসানের দল। তাদের বাকি দুই প্রতিপক্ষ কুয়েত ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দুবাই থেকে ২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে সেন্ট কিটস এন্ড নেভিসে চারদিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে। টুর্নামেন্টে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।