হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লড়াইটুকুও করতে পারেনি তারা। বিবর্ণ ব্যাটিং-বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ করে মেহেদী হাসান মিরাজের দল। টানা দুই হারের সঙ্গে ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নিতে হয় সিরিজ হারের স্বাদ। তৃতীয় ওয়ানডে ক্যারিবীয়দের জন্য নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হলেও বাংলাদেশের জন্য এটা হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।
সেই লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে সফরকারীরা। টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের, আগে ব্যাটিংয়ে নামছে তারা। ম্যাচটি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে নেই তিন পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও স্পিনার নাসুম আহমেদকে। সফরে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন নাসুম। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাসকিনকে। গত বছরের ডিসেম্বরের পর ওয়ানডে খেলতে নামছেন হাসান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশে এসেছে চারটি পরিবর্তন। ফিরেছেন পেসার আলজারি জোসেফ। ফেরানো হয়ে আলিক আথানেজকেও। সুযোগ দেওয়া হয়েছে আমির জাঙ্গো ও ডেডিয়াহ ব্লেডসকে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে এ দুজনের। ব্লেডস বাঁহাতি পেসার এবং জাঙ্গো বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আমির জাঙ্গু, কেসি কার্টি, শেই হোপ (উইকেটরক্ষক/অধিনায়ক), আলিক আথানেজ, শারফেন রাদারফোর্ড, রস্টন চেস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।