ভারতকে উড়িয়ে সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করায় শঙ্কা তৈরি হয়েছিল। পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত হওয়ায় শঙ্কাটা উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কিন্তু প্রত্যয়ী বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে খেললো দাপুটে ফুটবল। শুরুতেই এগিয়ে গিয়ে আরও দুইবার জালের ঠিকানা করে নিলো বাংলাদেশের মেয়েরা। ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠে গেল আসরটির বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার নেপালের কাঠমণ্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এক ড্র ও এক জয়ে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠলো তারা। হারলেও শেষ চারে উঠেছে ভারত। এই গ্রুপ থেকে বাদ পড়লো পাকিস্তান। গত সাফেও ভারতের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ, গ্রুপ পর্বে তাদেরকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে।
আজকের ম্যাচে যে দুজনের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল, সেই দুজনই হয়েছেন ত্রাতা। একাদশে জায়গা নিশ্চিত ছিল না আফিদা খন্দকারের। কিন্তু তিনিই দলকে প্রথম এগিয়ে নেন। সেই সুরে সুর মিলিয়ে পরে জোড়া গোল করেন তহুরা খাতুন, যদিও তার খেলা নিয়ে আরও বেশি অনিশ্চয়তা ছিল। সাফে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় সাত ম্যাচে অপরাজিত থাকলো তারা।
আজকের ম্যাচে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার। রক্ষণভাগে কোহাতির কিসকুর জায়গায় খেলানো হয় মাসুরা পারভীনকে। মাঝমাঠে স্বপ্না রানীর জায়গায় সুযোগ পান মারিয়া মান্দা। সিনিয়র খেলোয়াড়দের দিয়ে সেরা একাদশ সাজানোর কথা বললেও পরিকল্পনা পাল্টার বাংলাদেশের ব্রিটিশ কোচ। সাফ জয়ী নিলুফা আক্তার নীলাকে বাদ দিয়ে নেওয়া হয় আফিদাকে।
পঞ্চম মিনিটেই দারুণ এক সুযোগ পান শামসুন্নাহার জুনিয়র, কিন্তু ঋতুপর্না চাকমার ক্রস নাগালে আনতে ব্যর্থ হন তিনি। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও দশম মিনিটে বিপদে পড়তে যাচ্ছিল বাংলাদেশ। আফিদার ব্যাকপাস পরিষ্কার করতে দেরি করেন রূপনা চাকমা, সুযোগ নিয়ে এগিয়ে যান ভারতের ফরোয়ার্ড মনিষা। যদিও তার নেওয়া শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
১৮তম মিনিটে দারুণ একটি গোলে দলকে এগিয়ে নেন আফিদা, জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। সাবিনার কর্নার ফেরালেও বল পেয়েছেন তিনি, নিখুঁত শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান প্রথমবারের মতো সাফ খেলতে যাওয়া বাংলাদেশের এই নারী ফুটবলার।
২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রস থেকে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে গোল আদায় করে নেন তহুরা। ৪৩তম মিনিটে গোল করে ব্যবধান কমায় ভারত। যদিও প্রথমার্ধের শেষ মুহূর্তে তহুরার নেওয়া অসাধারণ শটে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ, এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ভারত মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি। এ সময়টায় অতন্দ্র প্রহরী হয়ে নিজেদের পোস্ট অক্ষত রাখেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা।