‘অবৈধভাবে’ পাহাড় কাটার দায়ে লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে 'অবৈধভাবে' পাহাড় কেটে কারখানা নির্মাণ করায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া, পাহাড় কাটার অন্য আরেকটি ঘটনায় সরই এলাকার মো. কবির হোসেন ও আন্দালিব গংয়ের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৩০ জুলাই) বিকেলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধনের দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়েছে। একই অপরাধে স্থানীয় বাসিন্দা মো. কবির হোসেন ও আন্দালিব গংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম সাংবাদিকদের বলেন, 'পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য ধ্বংস এবং পাহাড়ের মাটির গুণগতমান বিনষ্ট করায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে।'
তিনি বলেন, 'আইন অনুযায়ী নোটিশ প্রদানের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে জরিমানার ২৫ শতাংশ সরকারি কোষাগারে জমা দিয়ে অভিযোগের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।'
এর আগে, একই অপরাধে চলতি বছরের ৬ মে লামা রাবার ইন্ডাস্ট্রিকেও ১৬ লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর।
এদিকে, জেলার পরিবেশ রক্ষায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী।