টস জিতে ব্যাটিং নেওয়া উচিত ছিল বলে মনে করেন সাকিব

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান শান্ত। ব্যাটিং পেয়ে খুশিই হন ভারত অধিনায়ক রোহিত, কারণ টস জিতে ব্যাটিং নেওয়ারই পরিকল্পনা ছিল তার। যা টসের পরে জানান। আগে ব্যাটিংয়ে নেমে ভারতের প্রায় সব ব্যাটসম্যানই রানের দেখা পান। শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়ে ভারত, যা তাড়া করা সম্ভব হয়নি বাংলাদেশের জন্য। টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কেন ফিল্ডিং নিলেন, এই প্রশ্ন সবার মনে। সাকিব আল হাসানও তার ব্যতিক্রম নন।
বাংলাদেশের জন্য আগে ব্যাট করা ভালো হতো বলে মনে করেন সাকিব, 'আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় ওই একটা ম্যাচ, যেখানে ইংল্যান্ড ১৮০ তাড়া করে জিতল, ওটা ছাড়া আগে ব্যাট করাই ছিল বেশির ভাগ দলের ধারা এবং বেশ সফলও হয়ছে তারা। পরিসংখ্যানে তাকালে তাই, আগে ব্যাটিংই হয়তো আদর্শ হতো।"
তবে শান্ত যে সিদ্ধান্ত নিয়েছেন সেটির পেছনে তার নিজস্ব পরিকল্পনা থাকতে পারে বলেও মনে করেন এই অলরাউন্ডার, 'অধিনায়ক ও কোচ হয়তো অন্যভাবে ভেবেছেন এবং আমরা মনে করেছি, একটা স্কোরের মধ্যে ওদেরকে আটকাতে পারব আমরা। সম্ভাব্য একটি স্কোর আমাদের ভাবনায় ছিল এবং সেটি তাড়ায় আমরা কীভাবে ব্যাট করব, এই ভাবনা ছিল। এজন্যই হয়তো আমরা আগে ব্যাট করেছি।'
টস জিতলে কী করা হবে সেটি নিয়ে সাধারণত দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হয়। সাকিবের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তার উত্তর, 'বিষয়টা আসলে অভিজ্ঞতা বা সিনিয়র, এসবের বিষয় নয়। এখানে যখন দলের নেতা একজন থাকবে, অধিনায়ক থাকবে, সিদ্ধান্ত আসলে তার। যদি আমরা ভালো করতাম, তাহলে অধিনায়কের কৃতিত্ব যেত। খারাপ করলে অধিনায়ক-কোচের সিদ্ধান্তে প্রশ্ন থাকত। এগুলি খুবই স্বাভাবিক ব্যাপার এবং খুবই যুক্তিযুক্ত।'
সাকিব যোগ করেন, 'খেলায় এগুলা হয়ই। যদি এমন হতো যে আমরা প্রথম দুই ওভারে দুটি উইকেট নিয়ে ফেলেছি, তাহলে মনে হতো যে খুব ভালো সিদ্ধান্ত। এখন উইকেট পড়েনি, এখন মনে হচ্ছে যে এখানে আগে ব্যাট করলে ভালো হতো।'