২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল সরকার, ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের

সরকার ২৬৮ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। এর মধ্যে ১৯৮ জন প্রশাসন ক্যাডারের তিনটি ব্যাচের কর্মকর্তা, যাদের মধ্যে ৬ জন বিভিন্ন দূতাবাসে কর্মরত প্রথম সচিব। বাকি ৭০ জন অন্যান্য ২৪টি ক্যাডারের কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করে।
পদোন্নতি পাওয়া ২৬২ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদের বেশিরভাগই বিসিএসের ২৯ ও ৩০তম ব্যাচের কর্মকর্তা। তবে, যেসব কর্মকর্তা বর্তমানে বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন, তারা সেখানেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগ দেবেন।
এবারও উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তা সুযোগ পেয়েছেন। যদিও জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ৫০ শতাংশ সুযোগ দেওয়ার সুপারিশ করেছিল।
অন্যদিকে, প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের দাবি ছিলো- উপসচিব পদে পদোন্নতিতে কোটার প্রথা তুলে দিয়ে পরীক্ষার ভিত্তিতে পদোন্নতি দেওয়া।