জয়ের জন্য ৪৮ বলে বাংলাদেশের দরকার ৫০ রান

সাকিব আল হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ১২ ওভার শেষে ৪ উইকেটে তাদের সংগ্রহ ৬৪ রান। জয়ের জন্য ৪৮ বলে দরকার ৫০ রান। ১৪ রানের জুটি গড়া হৃদয় ১৫ ও মাহমুদউল্লাহ ১১ রানে ব্যাটিং করছেন।
পাওয়ার প্লেতে বাংলাদেশের ২৯ রান, এরপরই থামলেন লিটন-সাকিব
দারুণ শুরুই করেছিলেন তানজিদ হাসান তামিম। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার করা প্রথম দুই বলেই চার মারেন বাংলাদেশের বাঁহাতি এই তরুণ এই ওপেনার। কিন্তু তার পথচলা দীর্ঘ হয়নি, এই ওভারেই থামতে হয় তাসজিদকে। তার বিদায়ের পর রান তোলার গতিও কমে যায় বাংলাদেশের।
পাওয়ার প্লেতে আর উইকেট না হারালেও টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। ১১৪ রান পাড়ি দিতে নেমে পাওয়ার প্লেতে ২৯ রান তোলে বাংলাদেশ। এর পরের ওভারেই বিদায় নেন ১৩ বলে একটি চারে ৯ রান করা লিটন।
এবার ফিরে গেলেন সাকিব আল হাসানও। আনরিখ নরকিয়ার বাউন্সারে ব্যাট চালিয়ে উইকেটের পাশেই এইডেন মার্করামের হাতে ধরা পড়েন ৪ বলে ৩ রান করা অভিজ্ঞ এই অলরাউন্ডার। ৮ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান। শান্ত ১৪ ও তাওহিদ হৃদয় ২ রানে ব্যাটিং করছেন।