জামালের তোপে কুমিল্লার কাছে খুলনার হার

বিপিএলে নিজেদের চতুর্থ জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আজ হেরেও কুমিল্লার সমান আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে খুলনা।
কদিন আগেই পাকিস্তানের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক হওয়া আমির জামাল এবারের বিপিএলের সেরা বোলিং করে কুমিল্লার জয়ের নায়ক হয়েছেন। নিজের প্রথম টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই ডানহাতি পেসার।
আমিরের ২৩ রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে কুমিল্লার দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ রানে গুটিয়ে গেছে খুলনার ইনিংস। ৩৪ রানে হারা ম্যাচে খুলনার হয়ে সর্বোচ্চ ২৩ রান এসেছে মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে। ওপরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় মূলত ম্যাচ হেরেছে তারা।
আগে ব্যাট করে অধিনায়ক লিটন দাসের ৩০ বলে ৪৫ রানের ইনিংস কুমিল্লাকে লড়াকু পুঁজি এনে দেয়। দুটি চার ও চারটি ছয় মেরেছেন লিটন, এবারের বিপিএলে এটিই কুমিল্লা অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস। খুলনার হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও ফাহিম আশরাফ।
বিপিএলের নকআউট পর্বের দৌড়ে আছে পাঁচটি দল। এর মধ্যে পঞ্চম স্থানে থাকা বরিশাল খেলেছে সাত ম্যাচ, তাদের পয়েন্ট ছয়। অপরদিকে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা কুমিল্লা ও খুলনার পয়েন্ট সমান আট করে।