ইব্রাহিমের রেকর্ড গড়া সেঞ্চুরির পর রশিদ ঝড়, লড়াকু সংগ্রহ আফগানিস্তানের

ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এই দিনটি সারাজীবন মনে রাখবেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিয়েছেন এই ওপেনার।
প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন ইব্রাহিম জাদরান। তার অপরাজিত ইনিংসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়েছে আফগানিস্তান।
টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে রান তুলেছে আফগানিস্তান। সেমি-ফাইনালে যেতে হলে এই ম্যাচ জেতা জরুরি আফগানদের জন্য। রান সফলভাবে তাড়া করতে পারলে নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার সেমি-ফাইনাল।
আফগানিস্তানের ইনিংসের পুরোটাই যেন ইব্রাহিমময়। ওপেনার হিসেবে নেমে একদম শেষ বল পর্যন্ত উইকেটে ছিলেন তিনি। এই ২১ বছর বয়সী ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৪৩ বলে ১২৯ রান করে। তার ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছয়ের মার।
শেষদিকে রশিদ খানের ঝড়ে আফগানদের ইনিংসের সংগ্রহ বড় হয়। এই লেগ স্পিনারের ১৮ বলে দুই চার ও তিন ছয়ে ৩৫ রানের ক্যামিওত আফগানিস্তানকে পৌঁছে দেয় লড়াই করার মতো সংগ্রহে। বিশ্বকাপে এটিই আফগানদের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামের স্লো পিচে এই রান তাড়া করা চ্যালেঞ্জিংই হবে অস্ট্রেলিয়ার জন্য।
অস্ট্রেলিয়ার হয়ে ৩৯ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন জস হ্যাজলউড। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।