ফলো-অন না করিয়ে আবার ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের শেষ ৫ উইকেট মাত্র ২০ রানের মধ্যে তুলে নিয়ে নিজেদের কাজটা করেছিলেন আফগানিস্তানের বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা সেটির ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না। মাত্র ১৪৬ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তানের প্রথম ইনিংস।
ফলো-অন করানোর সুযোগ থাকলেও আবার ব্যাটিংয়ে নেমেছেন জয়-জাকিররা। প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
আগের দিনের ৩৬২ রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারায় বাংলাদেশ৷ প্রথম দিন শেষে জোনাথন ট্রটের মজা করে বলা কথাই তখন সত্যি প্রমাণিত হয়। এরপর নিজেরা ব্যাট করে ৫০০ রান করার ইচ্ছা পোষণ করেন আফগানিস্তান কোচ৷
কিন্তু বাংলাদেশি বোলাদের তোপে মাত্র দেড় সেশনের কিছু বেশি সময় ব্যাট করতে পেরেছে আফগানিস্তান।
মাত্র ৩৯ ওভার ব্যাটিং করতে পেরেছে আফগানরা। ৫১ রানে ৪ উইকেট হারানোর পর ৬৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন নাসির এবং আফসার। কিন্তু এরপর আবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তানের ইনিংস।
বাংলাদেশের দুই পেসার এবাদত এবং শরিফুল নিয়েছেন যথাক্রমে চার এবং দুটি করে উইকেট। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং তাইজুলের শিকারও দুটি করে আফগান উইকেট।