শান্তর পর বিদায় নিলেন লিটনও

টেস্ট হলেও মেজাজটা ছিল ওয়ানডের। নাজমুল হোসেন শান্ত ১১৮ বলেই পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দেড়শ'র আগে উড়িয়ে মারতে গিয়ে থামতে হয় বাঁহাতি এই ব্যাটসম্যানকে। ঘরের মাঠে প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ নেওয়া শান্ত ১৭৫ বলে ২৩টি চার ও ২টি ছক্কায় ১৪৬ রান করেন।
মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের ব্যাটে এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু এই জুটি দীর্ঘ হয়নি। ৯ রান করেই আউট হয়ে গেছেন অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট খেলতে নামা লিটন। ৬৪ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৯৬ রান। মুশফিক ১৮ ও মেহেদী হাসান মিরাজ ৫ রানে ব্যাটিং করছেন।
হতাশার বৃত্তেই বন্দী মুমিনুল

শুরু থেকেই নড়বড়ে মনে হচ্ছিল মুমিনুল হককে, ছোট্ট ইনিংসের শেষ পর্যন্তও তাই থাকলেন তিনি। বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক ২৫ বলে একটি করে চার ও ছক্কায় ১৫ রান করে ফিরে গেলেন। আফগানিস্তানের অভিষিক্ত পেসার নিজাত মাসুদের করা লেগ স্টাম্পের বাইরে করা শর্ট ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন মুমিনুল।
কেবল টেস্টে ফরম্যাটে দেশের হয়ে খেলা মুমিনুল লম্বা সময় ধরে নিজের ছায়া হয়ে আছেন। সর্বশেষ ১৭ ইনিংসে ১৩.৭৩ গড়ে মাত্র ২০৬ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এর মধ্যে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি, সর্বোচ্চ ৮৪। রানের খাতা খুলতে পারেননি চার ইনিংসে, অপরাজিত থেকে একটি ইনিংসে।
মুমিনুলের পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। ৫৪ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫৭ রান। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্ত ১৪৩ ও মুশফিক শূন্য রানে ব্যাটিং করছেন।
২০০ ছাড়িয়ে ভাঙলো জয়-শান্তর জুটি

৪১ ওভারেই বাংলাদেশের স্কোরকার্ডে ২০০ রান, উইকেট গেছে একটি। যেকোনো দলের জন্য স্বস্তির ব্যাপার। অথচ বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দলীয় ৬ রানেই বিদায় নেন ওপেনার জাকির হাসান। কিন্তু শুরুর চাপ সামলে আফগানিস্তানের গড়পড়তা মানের বোলিংয়ের দাপুটে ব্যাটিং শুরু করেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্ত। হেসেখেলেই বড় জুটি গড়ে ফেলেন এ দুজন।
অবশেষে ভেঙেছে তাদের ২১২ রানের জুটি। দারুণ ব্যাটিং করা জয় হতাশাজনকভাবে আউট হয়ে ফিরেছেন। অনেকটা অনুশীলন করানোর মতো স্লিপে ক্যাচ দিয়ে থামেন ডানহাতি এই ওপেনার। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পাওয়া জয় ১৩৭ বলে ৯টি চারে ৭৬ রান করেন।
৪৫ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১৮ রান। তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত ১২১ ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক শূন্য রানে ব্যাটিং করছেন।
জয়-শান্তর জুটিতে প্রথম সেশন বাংলাদেশের

শুরুর ধাক্কা সামলে দারুণ জুটি গড়ে তুলেছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্ত। ৬ রানেই প্রথম উইকেট হারানো দলকে আর চাপ বুঝতে দেননি এ দুজন। দ্বিতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে তুলেছেন জয় ও শান্ত। তাদের ব্যাটে ২৪ ওভারে ১ উইকেটে ১১৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। জয় ৭০ বলে ৬টি চারে ৩৮ ও শান্ত ৭৬ বলে ১১টি চারে ৬৪ রানে অপরাজিত আছেন। শান্তর এটা চতুর্থ টেস্ট হাফ সেঞ্চুরি।
শুরুতেই থামলেন জাকির

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা দুঃস্বপ্নের মতো হলো বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেছেন ওপেনার জাকির হাসান। চোট কাটিয়ে একাদশে ফেরা বাঁহাতি এই ব্যাটসম্যান ২ বল খেলেই আউট হয়ে যান।
আফগানিস্তানের অভিষিক্ত ডানহাতি পেসার নিজাত মাসুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ১ রান করা জাকির। যদিও বেঁচে যাচ্ছিলেন তিনি, আফগানিস্তানের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে জাকিরকে সাজঘর দেখিয়ে দেয় সফরকারীরা।
শুরুর ধাক্কা সামলে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। ৭ ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১ রান। জয় ৯ ও শান্ত ১৩ রানে ব্যাটিং করছেন।