মেসির সঙ্গে চুক্তির খবর অস্বীকার আল-হিলালের

লিওনেল মেসি সামনের মৌসুমে কোথায় খেলবেন সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে কয়েকদিন আগে একটা বড় বোমাই ফাটিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের খবর যদি সঠিক হয়ে থাকে তাহলে লিওনেল মেসির সৌদি আরবে যাওয়ার গুঞ্জন সত্যি হতে চলেছে।
এএফপি জানিয়েছে মেসি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবেন তা নিশ্চিত। একটি ক্লাবের সঙ্গে তার চুক্তিও হয়ে গিয়েছে। তবে যে সূত্রের বরাত দিয়ে এএফপি এই খবর জানিয়েছে তারা ক্লাবের নাম বলতে রাজি হয় নি।
তবে নাম না বললেও সবাই ধরে নিয়েছেন আল-হিলালই হতে যাচ্ছে সেই ক্লাব। কারণ তারাই মেসিকে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। যদিও মেসির বাবা হোর্হে এই ধরণের কোনো চুক্তির কথা অস্বীকার করেছেন।
এবার একই পথে হাঁটল আল-হিলালও। আল-হিলালের অস্বীকৃতির খবরটি দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।মেসির সৌদি ভ্রমণের পর আল-হিলালের নামই সবচেয়ে জোরের সঙ্গে উচ্চারিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বলে স্প্যানিশ সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছে আল-হিলাল।
শুধু লিখিতই নয়, মৌখিকভাবেও দুই পক্ষের মাঝে চুক্তি নিয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে সৌদি লিগের সবচেয়ে সফলতম ক্লাবটি। তবে মেসির সঙ্গে চুক্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে আল-হিলাল।
মেসিকে পাওয়ার জন্য সৌদি সরকারও আগ্রহী ছিলো। এমনকি তাকে বছরে চার হাজার কোটি টাকা দেবার প্রস্তাবও নাকি দিয়েছিল তারা। এএফপি জানায়, এই ধরণেরই একটি চুক্তিতে রাজি হয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
এএফপি আরো জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র যারা কিনা মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবটির চুক্তির সাথে জড়িত তারাই এই খবর দিয়েছে। সেই সূত্র দাবি করেছে, 'মেসি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবে। তার সঙ্গে সব চুক্তি সম্পন্ন হয়েছে। এটি একটি বিশাল অংকের চুক্তি। কিছু ছোট ছোট ব্যাপারে আমরা এখন কাজ করছি।'
বর্তমানে সৌদি আরব তো বটেই, বিশ্বেরই সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি বছরে দুই হাজার দুইশ কোটি টাকার। মেসির চুক্তিতে টাকার পরিমাণ হবে রোনালদোর প্রায় দ্বিগুণ!