বিনা অনুমতিতে সৌদি আরব সফর, মেসিকে সাময়িক বরখাস্ত করল পিএসজি

ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে ভ্রমণ করায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করেছে প্যারিস সেন্ট জার্মেই; খবর বিবিসির।
রোববার নিজেদের মাঠে লরিয়'র বিপক্ষে পরাজয়ের পর সৌদি আরবে গিয়েছিলেন মেসি। সেদিনের ম্যাচেও তিনি পুরো ৯০ মিনিট খেলেছিলেন।
সাময়িক বরখাস্তের সময়টায় ফরাসি ক্লাব পিএসজির হয়ে অনুশীলন করা বা কোনো ম্যাচ খেলা থেকে বিরত থাকতে হবে মেসিকে।
তবে বোঝাই যাচ্ছে, ৩৫ বছর বয়সী ফুটবল তারকা সৌদি আরবে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেটি নাকচ করা হয়। শুধু তাই নয়, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকাকে জরিমানাও করেছে ফরাসি ক্লাবটি।
বর্তমানে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে কাজ করছেন লিওনেল মেসি। সেই চুক্তির আওতায়ই দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন মেসি।
লিওনেল মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তি রয়েছে, যা এই গ্রীষ্মেই শেষ হয়ে যাবে।
গেল মার্চে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল ইয়োস্তে দাবি করেছিলেন, মেসিকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।
পিএসজিতে যাওয়ার পর ৭১টি ম্যাচে মোট ৩১টি গোল করেছেন মেসি এবং ৩৪টি গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ান শিরোপাও জয় করেছেন মেসি।
গত ডিসেম্বরে বিশ্বকাপ শিরোপা জয়ে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিওনেল মেসি। পিএসজির নিষেধাজ্ঞার কারণে ত্রোয়া এবং আজাক্সিওর বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না মেসি।
বিবিসি স্পোর্টসের সিমন স্টোন বলছেন, পিএসজিতে মেসির ক্যারিয়ার শেষ হতে চলেছে। এটা স্পষ্ট যে তারা আর মেসির চুক্তি নবায়ন করতে চায় না।
মেসির বরখাস্তের সময় শেষ হওয়ার পরেও পিএসজির আরও তিনটি ম্যাচ বাকি থাকবে এবং লিগ ওয়ান শিরোপা ধরে রাখতে হলে অনেক কাজ করতে হবে তাদের। কিন্তু এটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে, পিএসজি তাদের সেই ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মেসিকে আর রাখতে চাইছে না।
তবে মেসির ওপর এই শাস্তি আরোপকে অস্বাভাবিক কিছু মনে করছে না পিএসজি। তারা মনে করে, তারা নিজেদের ক্লাবের একজন কর্মীকে শাস্তি দিচ্ছে, যিনি কর্মস্থলে থাকার বদলে বহুদূর ভ্রমণে চলে গিয়েছেন।
তারা আরও মনে করে, মেসির এই শাস্তির মাধ্যমে পিএসজি তাদের তরুণ খেলোয়াড়দের এই বার্তা দিতে চাইছে যে তারা শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কোনো রকম ছাড় দেবে না।