রোনালদোর লাথি মারা বল নিয়ে আইরিশ বিমান সংস্থার ট্রল

মাঠে মেজাজ হারানো ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য নতুন কিছু নয়। সৌদি আরবের ফুটবলে তার ফর্মও আছে ওঠা-নামার মধ্যে। এক ম্যাচে চার গোল করেন তো পরের তিন ম্যাচে খুঁজে পাওয়া যায় না তাকে। আবার পরের ম্যাচে হ্যাটট্রিক করলে পরের দুই ম্যাচে গোল পাচ্ছেন না।
অনেকটা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সিআর সেভেনের ফর্ম। তবে সর্বশেষ যে কবার খবরের শিরোনাম হয়েছেন তার কোনোটিই মাঠের পারফরম্যান্স দিয়ে নয়।
মেজাজ হারিয়ে কোনো না কোনো কান্ড ঘটিয়েছেন পর্তুগিজ তারকা। আগের ম্যাচেই হেরেছে আল-নাসের। সেই ম্যাচ শেষে বোতলে লাথি মারতে দেখা গিয়েছে রোনালদোকে।
পরের ম্যাচেই রেফারির দেওয়া সিদ্ধান্ত না মানতে পেরে বলে লাথি মেরে দেখেছেন হলুদ কার্ড। বলটি যেভাবে হাতে নিয়ে লাথি মেরেছেন তাতেই রোনালদোকে 'ট্রল' করার রসদ পেয়ে গিয়েছে আয়ারল্যান্ড ভিত্তিক বিমান সংস্থা রায়ান এয়ার।
নিজেদের টুইটার অ্যাকাউন্টে রায়ান এয়ার একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে রোনালটির লাথি মেরে ওপরে তোলা বলটির সামনে দিয়ে রায়ান এয়ারের একটি ফ্লাইট চলে যাচ্ছে। বল বিমানকে স্পর্শ করতে পারছে না।
উক্ত ভিডিওর মাধ্যমে রোনালদোর পরপর দুই ম্যাচে গোলপোস্টের ঠিকানা খুঁজে না পাওয়াকেই বিদ্রূপ করেছে কিনা রায়ান এয়ার, তা কেবল তারাই ভালো বলতে পারবে।