'রোনালদো চেয়েছে আমি যেন আল-নাসের না ছাড়ি'

ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসেরে যোগ দেওয়ার পর জানা গিয়েছিল বিদেশি কোটার খেলোয়াড় থেকে যে কোনো একজনকে ক্লাব ছাড়তে হবে। নয়তো সিআর সেভেনকে নিজেদের খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে না সৌদি ক্লাবটি।
রোনালদো যেন খেলতে পারেন তাই আল-নাসের চুক্তি ছিন্ন করে ক্যামেরুন অধিনায়ক ভিনসেন্ট আব বকরের সঙ্গে। এই আবু বকরের গোলেই কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে ক্যামেরুন।
এতদিন পর জানা গেল, আবু বকরের সঙ্গে আল-নাসের নিজে থেকে চুক্তি বাতিল করেনি, বরং আবু বকর নিজে থেকেই ক্লাব ছাড়তে চেয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোও নাকি আবু বকরকে আল-নাসেরে থেকে যাওয়ার অনুরোধ করেছেন।
ক্যানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু বকর বলেন, 'আমি পারিবারিক কারণে আল-নাসের ছাড়তে চেয়েছি। তাই নিজেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।'
রোনালদোর সঙ্গে ক্লাব ছাড়া নিয়ে কী কথা হয়েছে সেটিও জানান এই ক্যামেরুনিয়ান ফরোওয়ার্ড, 'রোনালদো যখন জেনেছে আমি ক্লাব ছাড়তে চাচ্ছি সে আমার সঙ্গে কথা বলেছে। আমি তাকে বলেছি আমার পরিবারের জন্য আমি সৌদি আরব ছাড়তে চাই। কারণ তারা ফ্রান্সে থাকে, আর এখান থেকে সেটি অনেক দূর।'
আবু বকরের ক্লাব ছাড়তে চাওয়ার কারণ শুনে সিআর সেভেনও একমত হয়েছেন তার সঙ্গে, 'রোনালদো যখন আমার ক্লাব ছাড়ার কারণ জানতে পারল তখন সেও একমত হয়েছে। আমি তুরস্কে যেতে চেয়েছি কারণ ফ্রান্স থেকে তা অনেক কাছে। রোনালদোও আমাকে সমর্থন জানিয়েছে।'