বাংলাদেশকে রোনালদোর সালাম

লিওনেল মেসি ও আর্জেন্টিনা স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের ভালোবাসাকে। এর কিছুদিন পর ক্রিশ্চিয়ানো রোনালদোর বাংলাদেশি ভক্তরাও পেলেন খুশির খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে পর্তুগিজ তারকাকে দেখা গেছে বাংলাদেশকে অভিবাদন জানাতে।
অমিতাভ দেবনাথ নামের একটি ফেসবুক পেইজের সেই ভিডিওতে আল-নাসের তারকাকে দেখা গেছে এক বাংলাদেশির সাথে। তার সঙ্গে করমর্দন করে রোনালদো বলেছেন, 'সালাম আলাইকুম, বাংলাদেশ। বাই বাই।'
ভিডিওটি ধারণ করা হয়েছে অন্য একজনের মোবাইল ফোনে। বাংলাদেশকে অভিবাদন জানানোর পর সেই বাংলাদেশি ধন্যবাদ জানান ৩৮ বছর বয়সী ফুটবল তারকাকে।
রোনালদোর সঙ্গে ভিডিওতে কে এই বাংলাদেশি, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি আল-নাসর ক্লাবে কর্মরত প্রবাসী কোনো বাংলাদেশি।