ইউরোপে ফিরবেন রোনালদো, আল-নাসের কোচের ভবিষ্যদ্বাণী

ইউরোপের ফুটবলের পাট চুকিয়ে মধ্য প্রাচ্যে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবিয়ান ক্লাব আল-নাসেরে শুরু হয়েছে সিআর সেভেনের নতুন অধ্যায়ের। বয়স আর এক সপ্তাহ পরেই স্পর্শ করবে ৩৮। আল-নাসেরের সঙ্গে চুক্তি শেষ হতে হতে রোনালদোর বয়স পেরিয়ে যাবে ৪০।
রোনালদোর পক্ষে ইউরোপে ফেরা সম্ভব বলে মন্তব্য করেছেন আল-নাসের কোচ রুদি গার্সিয়া। যদিও ইউরোপের বিভিন্ন ক্লাবের কাছে প্রস্তাব দিয়েও দল পাননি বলেই সৌদি আরবে পাড়ি দিয়েছেন সিআর সেভেন। তবুও দুই বছর পর তিনি সেই একই জায়গায় ফিরতে পারবেন বলে বিশ্বাস গার্সিয়ার।
আল-নাসের কর্তৃপক্ষ কদিন আগেই প্রত্যয় ব্যক্ত করেছেন, রোনালদো তাদের ক্লাবের হয়েই অবসর নেবেন। তবে দলের কোচ রুদি গার্সিয়া তা মনে করেন না। রোনালদোকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যায়িত করে গার্সিয়া বলেন, 'রোনালদো আমাদের দলের জন্য দারুণ একটি অস্ত্র। সে ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখে। সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি নিশ্চিত, রোনালদো ইউরোপে ফিরবে। সে আল-নাসেরে ক্যারিয়ার শেষ করবে না।'
রোনালদো নিজে অবশ্য তার অবসর ভাবনা নিয়ে এখনো কিছুই বলেননি। অন্তত সামনের দুই বছর সেটি নিয়ে চিন্তার সুযোগও নেই। আল-নাসেরের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তিনি কী করবেন, সেটি সময়ই বলে দিবে।
তবে এই বয়সেও যে ফিটনেস ধরে রেখেছেন, সাথে আছে জয়ের ক্ষুধা, তাই রোনালদো যদি ৪০ এর পেরিয়েও খেলা চালিয়ে যান তাহলে অবাক হওয়ার থাকবে না কিছু।