শান্ত-মুশফিকের পর বার্ল ঝড়, দারুণ জয়ে শীর্ষে ফিরলো সিলেট

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সিলেট স্ট্রাইকার্স। এদিকে নিজেদের সপ্তম হারের মুখ দেখল চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফির দল।
নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের সাথে রায়ার্ন বার্লের ঝড়ে চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া লক্ষ্য সহজেই টপকে যায় সিলেট।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। চট্টগ্রামের জন্য ম্যাচটা ছিল শেষ চারের লড়াইয়ে টিকে থাকার সুযোগ। ৮ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে ধুঁকতে থাকা দলটির শেষ চারে জায়গা করে নিতে একটা জয় খুব দরকার ছিল। এমন সমীকরণ নিয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামে শুভাগতর দল।
চট্টগ্রামের ইনিংসে ঝড় তুলেছেন শুভাগত নিজেই, তার ২৯ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস চট্টগ্রামের সংগ্রহ নিয়ে যায় ৬ উইকেটে ১৭৪ রানে। চট্টগ্রাম রান পেয়েছে টপ অর্ডার থেকেও।
মেহেদি মারুফ ও আফিফ হোসেন দ্বিতীয় উইকেট জুটিতে ৮৮ রান যোগ করেন। মারুফ ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলেন। আফিফের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩৪ রানের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের ইনিংস এগিয়েছে স্বাভাবিক গতিতে, একবারও মনে হয়নি ম্যাচটি হারতে পারে তারা। নাজমুল হোসেন শান্ত খেলেন ৪৪ বলে ৬০ রানের ইনিংস। মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ২৬ বলে ৪১ রান করে।
সিলেটের জয় ত্বরান্বিত করেছেন রায়ার্ন বার্ল, এই জিম্বাবুয়াইনের ১৬ বলে ৪১ রানের ঝড় মাশরাফির দলের সহজ জয় নিশ্চিত করে।