আল-নাসেরে রোনালদো ক্যারিয়ার শেষ করবেন বলে বিশ্বাস ক্লাব কর্তৃপক্ষের

আল-নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি দুই বছরের। ইউরোপের পাট চুকিয়ে এসেছেন, তাই আবারও সেখানে ফেরা কঠিনই হবে সিআর সেভেনের জন্য। তাহলে চুক্তি শেষে কী মেয়াদ বাড়াবেন রোনালদো নাকি নতুন কোনো চ্যালেঞ্জের খোঁজে পাড়ি জমাবেন অন্য কোথাও?
আল-নাসের কর্তৃপক্ষ বিশ্বাস করে, রোনালদো তাদের ক্লাবে থেকেই অবসর নিবেন। সৌদি আরবিয়ান এই ক্লাবের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালে। ততদিনে বয়স ৪০ এর ঘরে পড়বে পর্তুগিজ মহাতারকার।
এরপরেও যদি খেলা চালিয়ে যান, তাহলে সেটি আল-নাসেরের হয়ে করবেন বলে আত্মবিশ্বাসী ক্লাব কর্তৃপক্ষ। বর্তমান চুক্তি অনুযায়ী বছরে ১৭৩ মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা পাবেন রোনালদো।
এরপরেও যদিও চুক্তির মেয়াদ বৃদ্ধি করেন সিআর সেভেন, সেক্ষেত্রে টাকার অংক নতুন করে নির্ধারণ করতে হতে পারে দুই পক্ষকেই। আল-নাসেরের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন রোনালদো, দল জিতেছে কিন্তু গোল পাননি তিনি।
যদিও সৌদি আরবে নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন সিআর সেভেন। মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে জোড়া গোল করে নিজের নতুন অধ্যায়ের শুরুটা ভালোই করেছেন পাঁচবারের ব্যালন জয়ী এই মহতারকা।