'মেসির মতো নেতৃত্বগুণ কারো নেই'

একটা সময় নিজের নেতৃত্বগুণ নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি লিওনেল মেসিকে। জাতীয় দলের হয়ে পরপর তিনটি আন্তর্জাতিক ফাইনালে হার, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়, দল হিসেবে সব জায়গায় আর্জেন্টিনা ব্যর্থ হলেও সমালোচনা তীরে বিদ্ধ হতেন মেসিই।
সেই নেতৃত্ব দিতে না জানা মেসির হাত ধরেই আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বাদ পেয়েছে। এর আগে নিজেদের ২৮ বছরের ট্রফি খরাও আলবিসেলেস্তেরা ঘুচিয়েছে মেসির নেতৃত্বেই। তিনি কেমন নেতা, সেটি নিয়ে তার বেশ কয়েকজন সতীর্থই কথা বলেছেন।
এবার সেই তালিকায় যোগ দিলেন লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ শোনালেন নেতা মেসির গল্প। স্কালোনির কাছে মেসি অনন্য, আর্জেন্টাইন জাদুকর যেভাবে নিজের দলকে উজ্জ্বীবিত করেন, এমনটা আর কাউকে করতে দেখেননি স্কালোনি। মেসির মতো প্রভাব অন্য কেউ ফেলতে পারেন না বলেই মন্তব্য আর্জেন্টিনা কোচের।
জনপ্রিয় টিভি শো, ইনিভার্সো ভালদানোতে স্কালোনি বলেন, 'মেসি সত্যিকারের নেতা। আমি তার মতো প্রভাব বিস্তার করতে আর কাউকে দেখিনি। সে যখন যা বলে, পরিস্থিতি অনুযায়ী তা সবসময় সঠিক হয়।'
নেতা মেসির গুণ নিয়ে যতোই বলুন না কেন, এটির সরাসরি অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্নরকম বলে মত স্কালোনির, 'শুধু খেলোয়াড় হিসেবেই নয়, মানুষ হিসেবেও মেসি যেভাবে অনুপ্রেরণা জোগায় তা করা খুবই কঠিন। আমি এটা নিয়ে কথা বলেই যেতে পারি, কিন্তু তার কথা বাকি খেলোয়াড়দের ভেতর যেভাবে গেঁথে যায় সেটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না।'
কদিন আগেই অ্যালেক্সিস ম্যাক এলিস্টার বলেছিলেন, মেসির নিষেধের কারণেই ম্যাক এলিস্টারকে 'রসুন' বলে ডাকা বন্ধ করেছেন বাকি খেলোয়াড়েরা। এমিলিয়ানো মার্তিনেস কিংবা রদ্রিগো দি পলরা তো মেসির জন্য জীবন দিতেও রাজি।
মেসির সতীর্থরা তাকে যোগ্য নেতার মতোই দেখেন এবং সমীহ করেন বলেই এটি সম্ভব হয়েছে, জানিয়েছেন স্কালোনি, 'বাকি খেলোয়াড়েরা মেসির দিকে যে চোখে তাকায়, যেভাবে মনোযোগ দিয়ে তার কথা শুনে, দেখে মনে হয় সবাই মেসিতে বুঁদ হয়ে আছে।'