রনির তাণ্ডবের ম্যাচে রংপুরের সহজ জয়

ব্যাটকে তরবারিতে পরিণত করে রনি তালুকদার যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, সেঞ্চুরি মনে হচ্ছিল সময়ের ব্যাপার। যদিও সেটা হয়নি, রংপুর রাইডার্সের ওপেনার ঝড় তুলে থেমে যান ৬০ এর ঘরে। পরে শোয়েব মালিক, নুরুল হাসান সোহানরা আরও কিছুটা পথ এগিয়ে দেন। তাতে বড় সংগ্রহ মিলে যায় রংপুরের। হাসান মাহমুদ, সিকান্দার রাজাদের বোলিং তোপে এই রান পাড়ি দেওয়া হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, দারুণ জয় তুলে নিয়েছে রংপুর।
শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ৩৪ রানে হারিয়েছে রংপুর। ম্যাচসেরা রনির খুনে ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৭৬ রান তোলে টস হেরে আগে আগে ব্যাটিং করতে নামা রংপুর। জবাবে ইমরুল কায়েস, জাকের আলীদের লড়াই যথেষ্ট হয়নি। ১৯.১ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় ২৫ রানে ওপেনার লিটন কুমার দাসকে হারায় তারায়। ১২ বলে ১০ রান করে ফেরেন তিনি। দাভিদ মালান দারুণ কিছুর ইঙ্গিত দিয়েও পারেননি। ইংলিশ এই ব্যাটসম্যান ৯ বলে ১৭ রান করে থামেন। আরেক ওপেনার সৈকত আলী ধীর গতিতে খেলেও ইনিংস বড় করতে পারেননি, ২১ বলে ১৬ রান করে আউট হন তিনি।
৫৭ রানে তিন উইকেট হারানো দলটি এরপর অধিনায়ক ইমরুল ও জাকেরের ব্যাটেই যা লড়াই করেছে। কিন্তু তাদের লড়াই হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ইমরুল ২৩ বলে ৪টি চার ও একটি ছক্কায় ইনিংসসেরা ৩৫ রান করেন। ১৩ বলে ১৯ রান করেন জাকের। এ ছাড়া ১৫ রান করেন মোসাদ্দেক। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ৩.১ ওভারে ২০ রানে ৩টি উইকেট নেন রংপুরের হাসান মাহমুদ। ২টি করে উইকেট নেন রবিউল হক ও সিকান্দার রাজা। একটি করে উইকেট পান আজমতউল্লাহ ওমরজাই, রাকিবুল হাসান ও বেনি হাওয়েল।
এর আগে ব্যাটিং করা রংপুরকে পথ দেখান রনি তালুকদার। নাঈম শেখকে এক পাশে রেখে তাণ্ডব চালান ডানহাতি এই ব্যাটসম্যান। মাত্র ১৯ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি, যা বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। রনির ঝড় থামে ৬০ পেরিয়ে। রংপুরের এই ওপেনার ৩১ বলে ১১টি চারও একটি ছক্কায় ৬৭ রান করে আউট হন।
নাঈম শেখ ৩৪ বলে ৪টি চারে ২৯ রান করেন। তিন নম্বরে নামা পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ২৬ বলে একটি করে চার ও ছক্কায় ৩৩ রান করেন। অধিনায়ক সোহান ১১ বলে একটি করে চার ও ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার পক্ষে একটি করে উইকেট নেন ফজল হক ফারুকী, মুস্তাফিজুর রহমান, খুশদিল শাহ ও মোসাদ্দেক হোসেন সৈকত।