‘তুমি আমার বিশ্বকাপ রেকর্ড ভাঙায় আমি খুশি’

কদিন আগের খবর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে যান ক্যান্সার আক্রান্ত ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। এমন সংবাদে অনেক ভক্ত-অনুরাগীই তার সুস্থতা প্রার্থনায় পোস্ট দেন। তবে শঙ্কা ছড়িয়ে পড়ে আরেকটি খবরে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে রেকর্ড তিনবারের বিশ্বকাপজয়ীকে।
এমন খবরে আদর্শ মানা পেলের সুস্থতা প্রার্থনায় টুইট করেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। সেই টুইটের জবাব দিয়েছেন আগের চেয়ে সুস্থ হয়ে ওঠা পেলে। রিটুইটে এমবাপ্পেকে 'বন্ধু' সম্বোধন করে ধন্যবাদ জানানোর পাশাপাশি পেলে লিখেছেন, এমবাপ্পে তার বিশ্বকাপের একটি রেকর্ড ভাঙায় তিনি খুশি।
এবারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে আছেন এমবাপ্পে। দলের দুর্বার পথচলায় ফরাসী এই ফরোয়ার্ড চার ম্যাচে করেছেন ৫ গোল, যা এখন পর্যন্ত কাতার বিশ্বকাপের সর্বোচ্চ। এই ৫ গোলে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯টি। এতে একটি রেকর্ডে পেলেকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে।
দুটি বিশ্বকাপে ১১ ম্যাচ খেলা এমবাপ্পে ৯ গোল করেছেন ২৩ বছর ৩৪৯ দিন বয়সে। ফুটবলের মহাযজ্ঞে সবচেয়ে কম বয়সে ৯ গোল করার রেকর্ড এটা। দীর্ঘদিন রেকর্ডটি পেলের দখলে ছিল। ১৯৬৬ বিশ্বকাপে পেলে যখন ৮ গোল করেন, তখন তাঁর বয়স ছিল ২৫ বছর ২৬২ দিন। দেড় বছরেরও কম সময়ে এমবাপ্পে এই কীর্তি গড়েছেন এবার।
ফ্রান্সের তরুণ ফরোয়ার্ডের এই কীর্তিতে উচ্ছ্বসিত পেলে। তার লাইফ সাপোর্টের খবরে এমবাপ্পে তার টুইটে লেখেন, 'রাজার জন্য প্রার্থনা করুন সবাই।' বেশ কদিন পর এসে রিটুইটে পেলে লিখেছেন, 'ধন্যবাদ, বিশ্বকাপে আমার একটি রেকর্ড তোমায় ভাঙতে দেখে খুশি লাগছে বন্ধু।'
শেষ আটে ওঠার লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপ্পে। এই দুই গোলে পেলেকে ছাড়িয়ে যান তিনি। এমবাপ্পেকে ঘিরেই ফরাসীদের বিশ্বকাপ স্বপ্ন আবর্তিত হচ্ছে। শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যেতে ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।