নোবেল শান্তি পুরস্কার না জুটলেও ফিফার নতুন ‘শান্তি পুরস্কার’ পেতে পারেন ট্রাম্প
ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা সম্প্রতি 'ফিফা পিস প্রাইজ' নামে একটি নতুন বার্ষিক পুরস্কার চালু করার ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার দেওয়া হবে।
২০২৬ সালের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হবে। বুধবার এক বিবৃতিতে ফিফা এ তথ্য জানিয়েছে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, 'ফুটবল শান্তির প্রতীক। বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে ফিফা পিস প্রাইজ – ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড – তাদেরকেই দেয়া হবে, যারা মানুষকে একত্রিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার বার্তা ছড়ান।'
ইনফান্তিনোর আমেরিকা বিজনেস ফোরামে যোগদানের ঠিক আগে এই ঘোষণা আসে, যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
প্রথমবারের মতো এই পুরস্কার কে পাবেন, তা এখনো জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর ঘনিষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই হয়তো প্রথমবারের মতো এই পুরস্কার পেতে পারেন।
আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত আগস্টে ইনফান্তিনোকে পাশে নিয়ে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিস থেকেই বিশ্বকাপের ড্র আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। এ বছর তিনি নিজেকে ওই কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন এবং 'ওয়োক' সংস্কৃতির বিরুদ্ধে লড়াই ঘোষণা করেন।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, বিশ্বের নানা সংঘাত সমাধানে ভূমিকার জন্য তিনিই নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তবে গত মাসে নরওয়ের নোবেল কমিটি ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় ট্রাম্পের সেই আশা পূরণ হয়নি।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
