করোনায় আক্রান্ত হলেও বিশ্বকাপে খেলা যাবে

করোনাভাইরাসের কারণে বাকি সব কিছুর মতো লম্বা সময় ধরে স্থবির হয়ে ছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছিল বিশ্ব ক্রিকেটে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু করোনার প্রকোপে আসরটি স্থগিত করা হয়। করোনামুক্ত থাকতে অনেক দেশের চেয়েই বেশি কড়াকড়ি নিয়ম জারি রেখেছিল অস্ট্রেলিয়া।
দুই বছর পর আসরটি আয়োজন করেছে দেশটি। রোববার থেকে শুরু হয়ে গেছে মাঠের লড়াই। পুরোপুরি করোনামুক্ত হওয়া না গেলেও আগের সেই কড়াকড়ি নেই। কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা উঠে গেছে। করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকাও বাধ্যতামূলক নয়। ম্যাচের আগেও নেই করোনা পরীক্ষার বাধ্যবাধকতা।
শুধু তাই নয়, করোনা আক্রান্ত হয়েও চলমান বিশ্বকাপে খেলা যাবে। এমনই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও কোনো খেলোয়াড় সুস্থ বোধ করলে খেলতে পারবেন। করোনা পরবর্তী সময়ে এবারই প্রথম ক্রিকেটের কোনো বৈশ্বিক আসরে বিধিনিষেধ রাখেনি আইসিসি।
সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া তাদের খবরে লিখেছে, 'কোনো খেলোয়াড় কোভিড পজিটিভ হয়েও যদি খেলার মতো সুস্থ বোধ করেন, তাহলে খেলতে পারবেন। এর জন্য জৈব সুরক্ষা পরামর্শক দলের বিধি অনুসরণ করে মাস্ক পরতে হবে আর সতীর্থদের সঙ্গে দূরত্ব বজায় রাখলেই চলবে।'
অবশ্য গত সপ্তাহ পর্যন্তও কড়াকড়ি ছিল অস্ট্রেলিয়ায়। করোনা আক্রান্ত হলে বাধ্যতামূলক আইসোলেশনের নির্দেশনা জারি ছিল দেশটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তা তুলে দেওয়া হয়। তাই অস্ট্রেলিয়ায় পৌঁছে কোনো দলকে কোয়ারেন্টিন বা আইসোলশনে থাকতে হয়নি। ছিল না বাধ্যতামূলক করোনা পরীক্ষার ব্যাপারটিও।