সাফ ফাইনাল: ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে শুরুতেই এগিয়ে যাওয়া বাংলাদেশ প্রথমার্ধের শুরু ব্যবধান দ্বিগুণ করে।
কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় ফেরা নেপাল ব্যবধান কমিয়ে নিলো। ৭০তম মিনিটে গোল করেছে স্বাগতিকরা।। অবশ্য দমে থাকেনি বাংলাদেশের মেয়েরা। ৬ মিনিট পরই আবারও নেপালের জালে বল পাঠালো বাংলাদেশ। ম্যাচের স্কোর লাইন এখন ৩-১।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন শামসুন্নাহার জুনিয়র। মনিকা চাকমার পাস থেকে স্বাগতিক নেপালের জালে বল জড়ান তিনি। শামসুন্নাহারের পর আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারের গোলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।