আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার

লম্বা সময় ধরে উত্তাল ছিল বাংলাদেশের নারী ফুটবল। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে বিদ্রোহ করেন ১৮ ফুটবলার। ১৬ দিন পর সঙ্কটের অবসান হলেও দলে আসে বড় পরিবর্তন। বিদ্রোহী ফুটবলারদের ১০ জনকে ছাড়াই গড়া হয় সংযুক্ত আরব আমিরাত সফরের দল। কিন্তু নতুন এই দলটির অভিজ্ঞতা ভালো হলো না, চার মাস পরে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পর্বটা রাঙানো হলো না আফঈদা-রিতাদের।
প্রথম প্রীতি ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশের মেয়েরা। বুধবার সংযুক্ত আরব আমিরাত অ্যাসোসিয়েনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন আফঈদা খন্দকার। বিদ্রোহী ফুটবলারদের মধ্যে অন্যতম জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুন এই সফরের দলে না থাকায় নেতৃত্বে আছেন আফঈদা।
শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের জালে দুবার বল পাঠায় আরব আমিরাত। প্রথমার্ধে ব্যবধান কমায় বাংলাদেশ, স্পট কিক থেকে গোল করেন আফঈদা। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর জালের ঠিকানা পায়নি তারা, উল্টো আরেক গোল হজম করে মেনে নেয় বড় হার। দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী ২ মার্চ আরব আমিরাতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
গত বছরের অক্টোবরে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশের মেয়েরা। এরপর থেকে খেলার বাইরে ছিলেন ফুটবলাররা। সাফ চলাকালীনই কোচের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব পরবর্তীতে বড় আকার ধারণ করে। সিনিয়রদের সঙ্গে যোগ দেন আর বেশ কয়েকজন ফুটবলার। কোচ বাটলারের বিরুদ্ধে অভিযোগের ডালি সাজিয়ে অনুশীলন বয়কট করেন ১৮ ফুটবলার। কোচকে অপসারণ না করলে গণ অবসরের হুমকিও দিয়ে রাখেন তারা।
এরপর বাফুফের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েও কাজ হচ্ছিল না। বৈঠকের পর বৈঠক করেও বিদ্রোহে ইতি টানতে পারছিল না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ১৬ ফেব্রুয়ারি এসে কিছুটা বরফ গলে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বিদ্রোহী ফুটবলাররা। এর কদিন পর দল ঘোষণা করা হয়, যেখানে সাফজয়ী দলের আট সদস্যের জায়গা হয়।
বিদ্রোহ চলকালীন নিজের অবস্থান পরিষ্কার করেন বাটলারও। বিদ্রোহী ফুটবলারদের দলে না নেওয়ার ব্যাপারে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান ইংলিশ এই কোচ। তিনি এমনও বলেছিলেন, 'হয় ওরা, নয় আমি।' বাটলার জানিয়েছিলেন, নির্দিষ্ট কয়েকজন থাকলে এই দলে আর কোচিং করাবেন না তিনি। নতুন দলটিকেই বাংলাদেশের ভবিষ্যৎ বলে ঘোষণা দেন বাটলার। যদিও নতুন দলটিকে নিয়ে শুরুতেই হতাশ হতে হলো তাকে।