৫ হাজার মানুষকে এক মাস খাওয়াবেন শচিন

করোনাভাইরাসের কারণে সবখানেই এখন ঘরবন্দী অবস্থা। এ সময়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। খেটে খাওয়া এসব মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দুস্থ মানুষদের সাহায্যে এরআগে ৫০ লাখ রুপি দান করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। এবার আরও বড় উদ্যোগ নিলেন ভারতের এই ব্যাটিং ঈশ্বর।
৫ হাজার মানুষকে এক মাস খাওয়ানোর ব্যবস্থা করেছেন শচিন। ভারতের স্বেচ্ছাসেবী সংগঠন 'আপনালয়' এর মাধ্যমে গরীব-অসহায় ৫ হাজার মানুষকে এক মাস খাবার সরবরাহ করার ব্যবস্থা করেছেন ভারতের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান।
করোনাযুদ্ধে শচিনের এমন উদ্যোগ নেওয়ার বিষয়টি জানিয়েছে আপনালয়। নিজেদের টুইটার পেজ থেকে শচিনকে ধন্যবাদ জানিয়ে সংগঠনটি টুইট করেছে, 'লকডাউনের এই সময়ে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করার পথে এগিয়ে এসে আপনালয়কে সহযোগিতা করার জন্য শচিনকে ধন্যবাদ। ৫ হাজার মানুষের এক মাসের খাওয়ার ব্যবস্থা করবেন তিনি।'
এমন উদ্যোগে এগিয়ে আসায় আপনালয়কেও ধন্যবাদ জানিয়েছেন শচিন। আপনালেয়ের টুইটের জবাবে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে ১০০টি সেঞ্চুরির মালিক শচিন লিখেছেন, 'কষ্টে থাকা অসহায় মানুষদের সেবা দেওয়ার কাজ অব্যহত রাখায় আপনালয়কে অনেক শুভেচ্ছা জানাই। এসব ভালো কাজ চালিয়ে যাও তোমরা।'
ভারতে এখন পর্যন্ত ৭ হাজার ৬০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৪৯ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৭৭৪ জন। করোনা বিস্তার রোধে পুরো ভারত ২১ দিনের জন্য লকডাউন আছে।