হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ধোনির আড্ডা

১০ উইকেটে হারের পরেও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে যেভাবে বুকে টেনে নিয়েছেন বিরাট কোহলি, তেমনই পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেছে ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমান মেন্টর মহেন্দ্র সিং ধোনিকে।
রোববার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে বাজেভাবে হেরেছে ভারত। তাই বলে ২২ গজের সেই ব্যর্থতার কথা মনে পুষে রাখেননি ভারতীয় ক্রিকেটাররা। হারের পরও মাঠে বন্ধুত্বপূর্ণ পরিবেশ দেখা গেছে। রাজনৈতিক দ্বন্দ্ব, দুশ্চিন্তা সবটা মুছে ক্রিকেট যেন সব ক্ষততে মলম দেওয়ার চেষ্টা করছে।
ইনস্টাগ্রামে আইসিসি একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, ম্যাচের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে গল্প করছেন ধোনি। ক্যাপশনে লেখা হয়েছে, 'সমস্ত হাইপ, চাপের মাঝে ভারত-পাকিস্তান ম্যাচের এটা হলো সত্যিকারের গল্প। হ্যাশট্যাগ স্পিরিট অব ক্রিকেট হ্যাশট্যাগ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ'।
এই ভিডিও পোস্ট করার পর মুহূর্তে তা ভাইরাল হয়। নেটিজেনদের মন জয় করে নেন ধোনি। ভারত এবং পাকিস্তান, দুই দেশের সমর্থকেরাই ধোনির এই সৌজন্যে রীতিমতো উচ্ছ্বসিত।
রোববার ১৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫২ রান করে জিতেছে পাকিস্তান।