সৌরভের হৃদযন্ত্রে বসল দুটি স্টেন্ট, হাসপাতালে দেখে এলেন মুখ্যমন্ত্রী

আরও দুটি স্টেন্ট বসল সৌরভ গাঙ্গুলীর। গতকাল বৃহস্পতিবার বিকেলে সৌরভের অ্যানজিওপ্লাস্টি হয়। তারপরেই দুটি স্টেন্ট বসানো হয়েছে তার হৃদযন্ত্রে। তবে কবে সৌরভ ছাড়া পাবেন সে সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এদিন তাকে দেখতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে বলেন, "সৌরভকে দেখে এলাম। ও ভাল আছে। সুস্থ আছে। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।"
দুপুরেই সৌরভকে হাসপাতালের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। গোটা প্রক্রিয়া শেষ হতে সময় লাগে দেড় ঘণ্টার কাছাকাছি। বিকেল ৩.১০ নাগাদ অ্যানজিওপ্লাস্টি শুরু হয়ে শেষ হয় পাঁচটার দিকে।
প্রথমে জানা গিয়েছিল, সৌরভের একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু দুটি স্টেন্টই বসানো হয়েছে। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে বেরোনোর সময় দেবী শেঠি জানান, ''গোটা প্রক্রিয়ায় সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সৌরভ স্থিতিশীল রয়েছেন। কোনও সমস্যা হয়নি।''
জানা গিয়েছে, সৌরভকে 'ড্রাগ ইলিউটিং' স্টেন্ট দেওয়া হয়েছে। তার আগে শরীরে সেডেটিভ দেওয়া হয়। যে কারণে সৌরভ আচ্ছন্ন ছিলেন বেশ কিছুক্ষণ। তবে ডাক্তাররা জানান, কিছুক্ষণ পরেই সৌরভ স্বাভাবিক অবস্থায় চলে আসেন। আগেরবার সৌরভের ডানহাত দিয়ে শরীরে স্টেন্ট ঢোকানো হয়েছিল। এবারও সেই প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে। গতকাল তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল।
তবে ডাক্তারদের পরামর্শনুযায়ী, আগামী এক বছর কড়া ডোজের ওষুধ খেতে হবে সৌরভকে। পাশাপাশি, জীবনযাপনও নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনভাবে যেন শারীরিক কোনও সমস্যাকে হেলাফেলা না করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।
- সূত্রঃ আনন্দবাজার পত্রিকা