সিপিএলকে তামিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজের ‘না’

করোনাভাইরাসের ধকল সামলে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। চার মাস পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে শুরু মাঠে ফিরেছে ক্রিকেট। অনেক দেশই ক্রিকেট ফেরানোর প্রস্তুতি নিচ্ছে। ক্যারিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এই আসর খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। তিনজনই সিপিএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আসরটিতে বাংলাদেশের এই তিন ক্রিকেটারের না খেলার কারণও প্রায় অভিন্ন।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিমকে লোভনীয় প্রস্তাবই দিয়েছিল সিপিএলের একটি দল। ৯০ হাজার ডলারের (প্রায় ৭৬ লাখ টাকা) বিনিময়ে তাকে দলে ভেড়াতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বেশ কয়েকবার তামিমের সঙ্গে যোগাযোগ করে তারা। কিন্তু কয়েকটি বিষয় বিবেচনা করে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তামিম বলেন, 'বর্তমান অবস্থা ভালো নয়। এই প্রস্তাব গ্রহণ করার আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে ভেবেছি। ভেবে পরে প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমি খেলতে যাওয়ার পর আমার পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে দ্রুত ফিরে আসা কঠিন।'
'ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অন্যান্য দেশের বিমান যোগাযোগ ভালো নয়। এ ছাড়া মাথায় চিন্তাও কাজ করবে। মাথায় চিন্তা রেখে খেলা কঠিন। আবার ঈদের পরে প্রিমিয়ার লিগের খেলা শুরু হতে পারে, এটাও মাথায় ছিল। সব মিলিয়েই আসলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
তামিমের সিপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও মুস্তাফিজের জন্য এই লিগে খেলা প্রথম অভিজ্ঞতা হতো। কিন্তু বাঁহাতি এই পেসার করোনা পরিস্থিতি এবং প্রিমিয়ার লিগের কথা চিন্তা করে সিপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
মুস্তাফিজ বলেন, 'প্রস্তাব পেয়েছিলাম কিন্তু না করে দিয়েছি। আমি না করেছি কারণ যে কোনো সময় আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ শুরু হতে পারে। এটা একটা কারণ। এ ছাড়া করোনার ব্যাপার তো আছেই। যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, এর মাঝে খেলতে যাওয়া কঠিন।'
তামিমের মতো সিপিএল খেলার অভিজ্ঞতা আছে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদেরও। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে সিপিএলের দুটি দল প্রস্তাব দিয়েছিল। কিন্তু পারিবারিক কারণে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।