সাকিব-সোহানকে নিয়ে শঙ্কায় বাংলাদেশ

পিঠের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি নুরুল হাসান সোহানের। এই ম্যাচে অস্বস্তি নিয়ে ফিল্ডিং ও ব্যাটিং করতে দেখা যায় সাকিব আল হাসানকে। চোটের কারণে রান নেওয়া এড়াতে ইনিংস উদ্বোধন করতে পাঠানো হয় তাকে। এই দুই ক্রিকেটারকে নিয়ে চিন্তায় বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী ২ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোহানের খেলা নিয়ে শঙ্কা আছে। তালিকায় যোগ হয়েছে সাকিবের নামও। দুজনই পর্যবেক্ষণে আছেন। পর্যবেক্ষণ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি জানিয়েছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন সাকিব। এরপর অবশ্য মাঠে ফিরে চার ওভার বোলিং করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছিল তাকে। পরে জাতীয় দলে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নামা সাকিব রান নিতে গিয়েও সংগ্রাম করছিলেন।
রাবীদ ইমাম বলেন, 'নুরুল হাসান তিনদিন পুরোপুরি বিশ্রামে থাকবেন। তার পর্যবেক্ষণ শেষ হবে ৩১ অক্টোবর। ১ নভেম্বর চোট মূল্যায়নের পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সাকিবের পর্যবেক্ষণ প্রক্রিয়া শেষ হবে ১ নভেম্বর। ৪৮ ঘণ্টার বিশ্রামে আছেন তিনি।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। সুপার লিগ পর্বে টানা তিন ম্যাচ হেরে সেমি-ফাইনার স্বপ্ন বিবর্ণ হয়ে উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। বাকি দুই ম্যাচে জিতলেও শেষ চারের সম্ভাবনা সামান্যই থাকবে বাংলাদেশের। শেষ দুই ম্যাচে ২ নভেম্বর আবি ধাবিতে দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।