লঙ্কান ক্রিকেটে অশনি সঙ্কেত, একযোগে অবসরের হুমকি

ঝামেলাটা পুরনো, গত মাসে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময় নতুন চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে লঙ্কান ক্রিকেটারদের বিবাদের কথা শোনা গিয়েছিল। সেটা আরও বেড়েছে। অবস্থা এখন এমন যে, একযোগে অবসরের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পারফরম্যান্সভিত্তিক চুক্তির পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আয় কমে যেতে পারে ক্রিকেটারদের। যে কারণে ক্ষোভ তৈরি হয় ক্রিকেটারদের মধ্যে। তবু শ্রীলঙ্কা ক্রিকেট এই পদ্ধতি থেকে সরেনি। কিছু সংশোধন এনে এই পদ্ধতিই কার্যকর করতে যাচ্ছে লঙ্কান বোর্ড। মূলত এটা নিয়েই অচলাবস্থা তৈরি হয়েছে।
পারফরম্যান্সভিত্তিক চুক্তির অনেক কিছু নিয়েই আপত্তি ক্রিকেটারদের। এর মধ্যে একটি পয়েন্টের ভিত্তিতে ক্রিকেটারদের গ্রেড ঠিক করা। নতুন এই পয়েন্ট পদ্ধতি কীভাবে করা হবে, তা পরিষ্কার না করলে অবসরের নেবেন বলে হুমকি দিয়েছেন শ্রীলঙ্কান কয়েকজন ক্রিকেটার। শ্রীলঙ্কার দ্য সানডে টাইমস পত্রিকা তাদের প্রতিবেদনে এমনই জানিয়েছে।
শ্রীলঙ্কার ওয়ানডে দলটি এখন বাংলাদেশে। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এই দলে থাকা কোনো ক্রিকেটারই নতুন চুক্তিতে সই করে আসেননি। সফরভিত্তিক চুক্তিতে খেলছেন তারা। চুক্তিতে সই করার জন্য চলতি মাসটাই পাচ্ছেন লঙ্কান ক্রিকেটাররা।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর নিয়োগ দেওয়া পাঁচ সদস্যের ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাশলি ডি সিলভা জানিয়েছেন, খেলোয়াড়দের এই চুক্তিতে সই করার জন্য এই মাসের শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জটিল অবস্থা তৈরি হলেও পাঁচ সদস্যের ব্যবস্থাপনা কমিটি নতুন পদ্ধতি বাস্তবায়নেই বদ্ধপরিকর।
অ্যাশলি ডি সিলভা স্থানীয় আরেকটি পত্রিকাকে বলেছেন, 'চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। খেলোয়াড়রা একজন আইনজীবী নিয়োগ করেছেন। তিনি কিছু অদলবদল চেয়েছেন, যা আমাদের আইনজীবী করেছেন। আমরা এখন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সবকিছু ভাগাভাগি করব। এখন পর্যন্ত কেউ বলেনি তারা চুক্তিতে সই করবেন না।'
শেষ দুই বছরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স, ফিটনেস, শৃঙ্খলা, দলে অবদান, পেশাদারিত্ব, নেতৃত্ব; এমন বিষয়গুলো বিবেচনা করে ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে।
ক্রিকেট কমিটির দেওয়া মূল্যায়নের ভিত্তিতে ক্রিকেট ডিরেক্টর, প্রধান কোচ, ফিজিও ও নির্বাচকরা সব পারফরম্যান্স দেখে এই শ্রেণিভেদ করবেন। ক্রিকেটারদের চাওয়া, প্রতিটি বিষয়ে পয়েন্ট কীভাবে ভাগ করা হয়েছে, সেটি যেন বোর্ড পরিষ্কার করে জানিয়ে দেয়। এটা এখনও জানানো হয়নি বলেই কঠিন অবস্থার তৈরি হয়েছে।