মেসির রাজত্ব টিকিয়ে রাখল করোনাভাইরাস
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই এখন বন্দি অবস্থায়। থমকে গেছে জীবনযাত্রা-বন্ধ হয়ে আছে সব খেলাধুলা। একে একে স্থগিত হয়ে গেছে বৈশ্বিক সব খেলার টুর্নামেন্টই। এবার স্থগিতের তালিকায় যুক্ত হলো ফিফা 'বেস্ট' পুরস্কারের আসর।
আগামী সেপ্টেম্বরে মিলানে বিশ্বসেরা ঘোষণার এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে অনুষ্ঠানটি বাতিল করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এমনই খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনুষ্ঠানটি এ বছর আর হচ্ছে না। তাতে এবার পুরস্কারটিও জেতার সুযোগ নেই কারও। সেই হিসেবে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কাছেই আরও এক বছর থেকে যাচ্ছে শ্রেষ্ঠত্বের রাজত্ব। ২০১৯-২০ মৌসুমে ফিফা বেস্ট পুরস্কারের বিজয়ীর নামটা ফাঁকা রাখা হবে বলে জানানো হয়েছে।
গত বছর ফিফা বেস্ট পুরস্কারের সেরা তিনে ছিলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফার্জিল ফন ডাইক। রোনালদো ও ফন ডাইককে পেছনে ফেলে বিশ্বসেরার মুকুট জেতেন মেসি।
করোনাভাইরাসের কারণে অন্যান্য খেলার মতো ফুটবলেরও সব টুর্নামেন্ট স্থগিত আছে। মেয়েদের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে ফিফা।
বিশ্বের শীর্ষ ৫টি লিগই বন্ধ আছে। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও স্থগিত। এক বছর করে পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা।
