ভারতের বিপক্ষে ম্যাচের আগে এগিয়ে আছে পাকিস্তান: বাবর আজম

সংযুক্ত আরব আমিরাতে খেলা নিজেদের শেষ ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকেই জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। দলটির অধিনায়ক বাবর আজমের বিশ্বাস, এই সাম্প্রতিক রেকর্ডই ভারতের বিপক্ষে তাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এগিয়ে রাখবে।
দুবাইয়ে আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের লড়াইকেই মনে করা হচ্ছে টুর্নামেন্টের সম্ভাব্য সবচেয়ে বড় ম্যাচ।
এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে কখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। তবে এ নিয়ে খুব একটা চিন্তিত নন বাবর। তার বিশ্বাস, সংযুক্ত আরব আমিরাতের চিরপরিচিত পিচই তাদেরকে সাহায্য করবে ভারতের বিপক্ষে বিশ্বকাপ অভিশাপ ভাঙতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ০-৫ এর লজ্জাজনক রেকর্ড রয়েছে পাকিস্তানের।
"অবশ্যই আমরা ইউএইতে প্রচুর ক্রিকেট খেলেছি। এই কন্ডিশন আমাদের জন্য সহায়ক এবং আমরা জানি এখানে কীভাবে খেলতে হয়। সকল বিভাগে আমাদের কেবল স্বাভাবিক খেলা চালিয়ে যেতে হবে," বিশ্বকাপ অধিনায়কদের জন্য আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ কথা বলেন বাবর।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে হামলার পর থেকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি পাকিস্তানে। ওই সময়টায় সংযুক্ত আরব আমিরাতকেই নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করেছে তারা।
এই মুহূর্তে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান পিছিয়ে রয়েছে কেবল ইংল্যান্ড ও ভারতের চেয়ে। বিশ্বকাপে তাদের গ্রুপে আরও রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড।
১৬-জাতির এই বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের অধিনায়কত্ব করতে পারাকে নিজেদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় হিসেবে অভিহিত করে বাবর বলেন, সাম্প্রতিক ফর্ম তাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।
"ভালো পারফরম্যান্স সবসময়ই আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে," বলেন এই বছর দুটি টি-টোয়েন্টি শতকের দেখা পাওয়া বাবর।
"আমি বর্তমানে ফর্মে আছি, তাই এই ব্যাপারটি আমাকে সাহায্য করবে।"
টি-টোয়েন্টি ক্রিকেটে দুই হাজারের বেশি রানের মালিক বাবর মনে করেন, নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনই এ টুর্নামেন্টের সেরা ব্যাটার। তবে টুর্নামেন্টের সেরা বোলারের খেতাবটি তিনি দিয়েছেন স্বদেশী গতিতারকা হাসান আলিকে।
এদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে তার দলের বিখ্যাত দ্বৈরথকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনায় জল ঢেলে দিয়ে বলেছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি "নিছকই আরেকটি ম্যাচ"।
কোহলি বলেন, "আমি এই ম্যাচটিকে বরাবরই ক্রিকেটের আরও একটি ম্যাচ হিসেবে দেখে এসেছি। আমি জানি এই ম্যাচকে কেন্দ্র করে অনেক উন্মাদনার সৃষ্টি হয়। প্রচুর টিকেটের চাহিদাও রয়েছে এ ম্যাচের।
"এই মুহূর্তে টিকেটের দাম মাত্রাতিরিক্ত রকমের বেশি। এটুকুই আমি শুধু জানি। আমার অনেক বন্ধু আমার কাছে টিকেট চেয়েছে, কিন্তু আমি তাদের না করে দিয়েছি।
"তো হ্যাঁ, আপনি বলতেই পারেন এ ম্যাচকে কেন্দ্র করে পরিবেশ অনেকটাই আলাদা। ভক্তদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে অবশ্যই অনেক জোরালো। কিন্তু খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে, আমরা যথাসম্ভব পেশাদারিত্ব বজায় রাখি।"
- সূত্র: দ্য নেশন