বিশেষ ঘোষণা নিয়ে হাজির হচ্ছেন মুশফিক

কিশোর বয়সে বাংলাদেশ দলে অভিষেক। এরপর লম্বা এক সফর। যে সফরের ১৫ বছর পূর্তি হচ্ছে ২৬ মে। যারা ক্রিকেটের খোঁজ রাখেন, তারা হয়তো আগেই জানেন মুশফিকুর রহিমের মাইলফলক ছোঁয়ার এই দিনটির কথা। মুশফিকও মনে করিয়ে দিয়েছেন তার বিশেষ দিনটি।
শুধু মনে করানোই নয়, এ দিনে বিশেষ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। মুশফিকের বিশ্বাস, এটা হবে সবার জন্য সারপ্রাইজ।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, 'সবাই কেমন আছেন? খুব সন্তুষ্টির এক রমজানই পার করলাম আমরা। অনেকেই হয়তো জানেন ২৬ মে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ বছর পূর্তি হবে। আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে, সবাই সেটা পছন্দ করবেন বলে আমি নিশ্চিত।'
'এই সারপ্রাইজ পেতে রাত ১০টায় আমার ফেসবুক পেজে আমার সঙ্গে লাইভে যোগ দিন। দেখা হবে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের নেক আমল কবুল করুন এবং আমাদের ক্ষমা করুন।'
২০০৫ সালে ইংল্যান্ড সফরে যায় বাংলাদেশ। ওই সফরে ১৭ বছর ৩৫১ বয়সে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে শুরু হওয়া টেস্ট দিয়ে যাত্রা শুরু করা মুশফিক এখন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটিং স্তম্ভ।
দীর্ঘ এই সময়ে বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট খেলেছেন মুশফিক। ৭টি সেঞ্চুরি ও ২১টি হাফ সেঞ্চুরিতে ৪ হাজার ৪১৩ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২১৮টি ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ সেঞ্চুরিতে ৬ হাজার ১৭৪ রান করেছেন মুশফিক। ৮৬টি টি-টোয়েন্টিতে ৫টি হাফ সেঞ্চুরিসহ ১ হাজার ২৮২ রান আছে তার নামের পাশে।