বিপণনের জগতে সবার উপরে মেসি, চারে কোহলি
বিপণনের জগতে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের দাপট নতুন কিছু নয়। বিপণনযোগ্য অ্যাথলেটের তালিকায় প্রতি বছরই উপরের দিকে থাকেন এই দুই তারকা ফুটবলার। সেরার তালিকায় আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়, টেনিস তারকার আধিক্যও বেশ পুরনো। এবারও তেমনই হয়েছে। বিপণনের জগতে সবচেয়ে আকর্ষণীয় অ্যাথলেট হয়েছেন মেসি।
স্পোর্টসপ্রো ২০২০-এর বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ অ্যাথলেটের তালিকায় রোনালদো আছেন দুই নম্বরে। সামান্য ব্যবধানে পর্তুগিজ ফরোয়ার্ডের চেয়ে এগিয়ে আছেন আর্জেন্টিনা ও বার্সা প্রাণ ভোমরা মেসি। তিনে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস।
সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাথলেটদের ফলোয়ার, সময়ের সঙ্গে ফলোয়ার বৃদ্ধি, তাদের মিডিয়াভ্যালুসহ বেশ কিছু বিষয় বিবেচনার মাধ্যমে এই সমীক্ষা করেছে স্পোর্টসপ্রো।
ফুটবলার, টেনিস খেলোয়াড়দের টেক্কা দিয়ে এই তালিকায় কোনো ক্রিকেটারের নাম ঢুকে যাওয়া কিছুটা অবাক করার মতোই। এবার সেটাই হয়েছে। বিপণনযোগ্য ৫০ অ্যাথলেটের তালিকায় সেরা দশে আছেন আছেন দুজন ক্রিকেটার। তারা হলেন ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তালিকার চার নম্বরে আছেন। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারও কোহলির তার পেছনে। পাঁচ নম্বরে আছেন কানাডার টেনিস তারকা বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। ছয় নম্বরে আছেন নেইমার।
সাত নম্বরে আছেন রাশিয়ার মিক্সড মার্শাল আর্টিস্ট খাবিব নমাগোমেদভ। আট নম্বরে ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা। নয় ও দশ নম্বরে যথাক্রমে মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও আর্জেন্টাইন ফুরোয়ার্ড পাওলো দিবালা।
