বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসিরও
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি।
শেষ আটের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে এই মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
কাতার বিশ্বকাপে নিজের ৪র্থ গোল করার সাথেসাথে আরেকটি রেকর্ডের মালিক হলেন লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় বাতিস্তুতার পাশে বসলেন তিনি।
বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১০ গোল করেছেন মেসি। বাতিস্তুতার গোলও ১০ টি। ২০০৬ বিশ্বকাপে ১ টি, ২০১৪ বিশ্বকাপে ৪ টি, ২০১৮ বিশ্বকাপে ১ টি এবং কাতার বিশ্বকাপে ৪ টি গোল করেছেন মেসি।
আরেকটি গোল করলেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ড একার হবে মেসির।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে, এমনকি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল সহায়তাকারীর তালিকায় শুধুমাত্র দিয়েগো ম্যারাডোনার পেছনে আছেন লিওনেল মেসি।
