ব্রাজিল ফাইনালে উঠলে ফিরবেন নেইমার, বলছেন তার বাবা
পায়ের গোড়ালির চোটে সেরে নক-আউট পর্বে মাঠে ফেরার প্রত্যাশা করছেন নেইমার এবং ব্রাজিল দলের ডাক্তাররা। কিন্তু নেইমারের বাবা এবার বললেন ভিন্ন কথা, তার মতে কাতার বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের হয়ে খেলতে নামবেন নেইমার, যদি তারা ফাইনালে উঠেন।
গোড়ালির চোট থেকে তিনি কবে ফিরবেন সেই প্রশ্ন সবার মনে, ব্রাজিল কোচ তিতে এবং দলের ডাক্তাররা আশাবাদী নেইমার নক-আউট পর্বের শুরুতেই মাঠে নামতে পারবেন। কিন্তু খোদ নেইমারের বাবা বলছেন অন্য কথা!
নেইমার সিনিয়রের মতে ব্রাজিল এবার বিশ্বকাপের ফাইনালে উঠলে সেই ম্যাচে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামবেন নেইমার, 'নেইমার সম্পূর্ণ সুস্থ হয়েই বিশ্বকাপ ফাইনাল খেলবে। ব্রাজিল অবশ্যই ফাইনালে উঠবে এবং দলকে সাহায্য করার জন্য নেইমারও প্রস্তুত থাকবে।'
ব্রাজিল দলে নেইমারের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন নেইমার সিনিয়র, 'আমরা সবাই জানি ব্রাজিলের জন্য নেইমার কতোটা গুরুত্বপূর্ণ। সে থাকলে দলের খেলা অন্যরকম হয়ে যায়, কারণ সে এক নাম্বার।'
হাসপাতালে ভর্তি থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের জন্য নেইমারের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তাও পাঠান নেইমার সিনিয়র, 'পেলের জন্য নেইমারের মনে আলাদা জায়গা রয়েছে। সে পেলেকে খুবই ভালোবাসে। পেলের জন্য সে সবসময় শুভকামনা করে।'
নেইমারের চোট থেকে ফেরা নিয়ে তার বাবার এই মন্তব্যের পর তিনি আসলেই কবে মাঠে ফিরেন সেটি এখন দেখার বিষয়।
