কে জিতবে এবারের বিশ্বকাপ?
বিশ্বকাপ আসলেই কোন দল কাপ পাবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ সমর্থকরা ভবিষ্যদ্বাণী করেন সমান তালে।
বরাবরের মতোই এবারের ফুটবল বিশ্বকাপেও শেষ চারে উঠবে এমন দল নিয়ে অনেকটা একই রকম ভবিষ্যদ্বাণী করছেন সমর্থক আর ফুটবল বিশেষজ্ঞরা। মতের পার্থক্য থাকলেও আর্জেন্টিনা, ব্রাজিল আর ফ্রান্সের নামই আসছে ঘুরেফিরে।
ব্রিটিশ স্পোর্টস এনালিটিকস কোম্পানি অপটার ভবিষ্যদ্বাণীও অনেকটা একই রকম, তবে কোম্পানিটি তাদের বিশ্লেষণের জন্য এআই টুল ব্যবহার করেছে। এই টুলের মাধ্যমে পারফরমেন্সের পরিসংখ্যান মডেল ব্যবহার করে ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি।
স্ট্যাটস পারফর্ম নামের টুলটির বিশ্লেষণ বলছে, এবার ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, ১৭.৫২%। ফাইনাল ম্যাচে লিওনেল মেসি আর নেইমারের লড়াই দেখা যাবে বলেও পূর্বাভাস দিয়েছে টুলটি।
স্ট্যাটস পারফর্মের সেমি ফাইনালের পূর্বাভাসের বাকি দুটি দল ফ্রান্স ও ইংল্যান্ড।
শেষ পাঁচ দল নিয়ে স্ট্যাটস পারফর্মের পূর্বাভাসের মিলে গেছে মানি কন্ট্রোলের বুকির সাথেও।
সবগুলো দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনার পুরো তালিকা:
১) ব্রাজিল- ১৭.৫২%
২) আর্জেন্টিনা - ১৩.৬৩%
৩) ফ্রান্স - ১১.১২%
৪) ইংল্যান্ড - ৮.৯৫%
৫) স্পেন - ৮.৮৮%
৬) জার্মানি - ৮.২৪%
৭) নেদারল্যান্ডস - ৬.৪৬%
8) পর্তুগাল- ৫.৩৬%
৯) বেলজিয়াম - ৪.৮৩%
১০) ডেনমার্ক - ২.৯৩%
১১) ক্রোয়েশিয়া - ১.৮০%
১২) উরুগুয়ে - ১.৭৪%
১৩) সুইজারল্যান্ড - ১.০৮%
১৪) সার্বিয়া - ০.৯৬%
১৫) মেক্সিকো - ০.৮৭%
১৬) সেনেগাল - ০.৭৫%
১৭) মার্কিন যুক্তরাষ্ট্র - ০.৭৪%
১৮) পোল্যান্ড - ০.৬৯%
১৯) ইকুয়েডর - ০.৫১%
২০) ওয়েলস - ০.৪৪%
২১) কানাডা - ০.৪০%
২২) মরক্কো - ০.৩৬%
২৩) জাপান - ০.৩০%
২৪) কাতার - ০.২৬%
২৫) ঘানা - ০.২২%
২৬) দক্ষিণ কোরিয়া - ০.২২%
২৭) ক্যামেরুন - ০.২০%
২৮) তিউনিসিয়া - ০.১৬%
২৯) ইরান - ০.১৫%
৩০) অস্ট্রেলিয়া - ০.১২%
৩১) সৌদি আরব - ০.০৬%
৩২) কোস্টারিকা - ০.০৫%
