চোট পেয়ে মাঠ ছাড়লেন মিরাজ

নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ। নিজের করা ৩০তম ওভারের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের ব্যাট ও বলের মাঝখানে পড়ে মিরাজের ডান হাত। আঘাতে ফেটে গেছে ডানহাতি এই স্পিনারের হাত। সঙ্গে সঙ্গেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন মিরাজ। তার অসম্পূর্ণ ওভারটি শেষ করেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এই ম্যাচে মিরাজই প্রথম চোট পেলেন না, আগে চোট পান তাসকিন আহমেদ। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতি এই পেসারের ডান হাতের কনুইয়ের নিচের অংশ ছিড়ে যায়। রক্ত ঝরলেও তাসকিন অবশ্য মাঠ ছাড়েননি।
অদ্ভুতভাবে আউট টেলর

জিম্বাবুয়ে দলের সবচেয়ে বড় ব্যাটিং অস্ত্র তিনি। একমাত্র টেস্টের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন টেলর। প্রথম ওয়ানডেতে ২৪ রানে আউট হলেও দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন ঠিক পথেই। দলের দুঃসময়ে ত্রাতা হয়ে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আউট হতে হলো জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ক্রিকেটারকে।
হিট আউট হয়ে ফিরেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। আগে একবার ব্যাকফুটে খেলতে গিয়ে পা থেকে জুতা খুলে যায় টেলরের। তবে সে যাত্রায় রক্ষা পান তিনি। কিন্তু শরিফুল ইসলামকে আপার কাট করতে গিয়ে নিজেই স্টাম্প ভেঙে দেন টেলর।
২৫তম ওভারে শরিফুলের একটি ডেলিভারিতে কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। পরে আবার সেই শটের শ্যাডো করতে গিয়ে বেলস ফেলে দেন টেলর। টিভি আম্পায়ার রিপ্লেতে দেখে তাকে হিট উইকেট দেন। ফেরার আগে ৪৬ রান করেন টেলর। ৩০ ওভার শেষে ৪ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩০ রান। ডিওন মায়ার্স ২৫ ও ওয়েসলে মাধেভেরে ৯ রানে ব্যাটিং করছেন।
চাকাভার স্টাম্প উপড়ে নিলেন সাকিব

স্রোতের বিপরীতে ব্যাটিং করে যাচ্ছিলেন রেজিস চাকাভা। অন প্রান্তে ভাঙনের সুর বাজতে থাকলেও সেদিকে কান না দিয়ে ব্যাট চালিয়ে যেতে থাকেন জিম্বাবুয়ের ডানহাতি এই ব্যাটসম্যান। পরে তার সঙ্গে যোগ দেন ব্রেন্ডন টেলর। দুজন মিলে চাপ কাটিয়ে উঠেছিলেন। কিন্তু সাকিব আল হাসান ভেঙে দিলেন এই জুটি।
২৬ রান করা চাকাভার স্টাম্প উপড়ে নিয়েছেন সাকিব। বিদায়ের আগে টেলরের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন চাকাভা। ১৮ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। টেলর ৩৫ ও ডিওন মায়ার্স ৩ রানে ব্যাটিং করছেন।
মারুমানিকে ফেরালেন মিরাজ

প্রথম ওভারেই উইকেট হারানোর চাপ কাটিয়ে ওঠার চেষ্টায় ছিল জিম্বাবুয়ে। রেজিস চাকাভার সঙ্গে সেই চেষ্টা চালাচ্ছিলেন টাডিওয়ানাশে মারুমানি। কিন্তু বাঁহাতি এই ব্যাটসম্যানের পথটা দীর্ঘ হতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ডানহাতি এই অফ স্পিনার উপড়ে নিলেন মারুমানির স্টাম্প।
নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে গেছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলর। ৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। চাকাভা ১৬ রানে ব্যাটিং করছেন। টেলর এখনও রানের খাতা খোলেননি।
প্রথম ওভারেই উইকেট এনে দিলেন তাসকিন

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে দারুণ শুরু হলো বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই তোপ দাগলেন তাসকিন আহমেদ। স্বাগতিকদের ওপেনার তিনাশে কুমুনহুকামউইকে ফিরিয়ে দিয়েছেন দারুণ ছন্দে থাকা ডানহাতি এই পেসার। তাসকিনের বলে স্লিপে ক্যাচ দেন তিনি।
৩ ওভার শেষে ১ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ১১ রান। রেজিস চাকাভা ১ ও টাডিওয়ানাশে মারুমানি ৬ রানে ব্যাটিং করছেন।