পেলেকে ছাড়িয়ে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদো
রোববার রাতে উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুই গোলে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে অতিক্রম করে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসীন হয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড ।
জুভেন্টাসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ক্যারিয়ারে মোট ৭৫৮টি গোল নিয়ে পেলেকে অতিক্রম করে গেছেন রোনালতো। তিনি এখন শুধু সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক প্রয়াত চেক স্ট্রাইকার জোসেফ বিকানের পেছনে আছেন।
উদিনেসের বিরুদ্ধে সহজ জয়ের পরেও জুভেন্টাস এখনও লিগের শীর্ষ অবস্থানে থাকা এসি মিলানের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। তবে আগামী বুধবারের ম্যাচে জয়ের মাধ্যমে পয়েন্ট ব্যবধান থেকে আরও ৩ পয়েন্ট কমিয়ে আনার সুযোগ থাকছে জুভেন্টাসের।
উদিনেসের বিপক্ষে জোড়া গোলের মধ্য দিয়ে এই মৌসুমে ১৪তম গোলের দেখা পেলেন ৩৫ বছর বয়সী রোনালদো, যা এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ।
২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে স্পোর্টিং সিবি'র হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে খেলার পর বর্তমানে জুভেন্টাসের হয়ে খেলছেন তিনি।
পরের বছর পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় রোনালদোর। ১৭০টি ম্যাচ খেলা তারকা এই ফরোয়ার্ড পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০২টি গোল করেছেন।
- ছবি: সিএনএন
