নিজের নাম নিয়ে আর কাউকে খেলতে দেবেন না রোনালদো

জুভেন্টাসের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর চুক্তি শেষ হবে আগামী মৌসুমে। কিন্তু এর আগেই পর্তুগিজ সুপার স্টারের দলবদল নিয়ে বাজার গরম। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, তাকে দলে ভোড়ানোর দৌড়ে নেমে পড়েছে তিনটি ক্লাব; প্যারিস সেইন্ট জার্মেই, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। খবরে বলা হচ্ছে জুভেন্টাস ছাড়তে চান রোনালদো। দলবদলের শেষ দিন ৩১ আগস্টের আগেই তার জুভেন্টাস ছাড়ার সম্ভাবনা রয়েছে।
রোনালদোকে জড়িয়ে সংবাদমাধ্যমে রসালো এমন সব খবর প্রকাশিত হয়ে আসছে। বিষয়টি রীতিমতো ক্ষীপ্ত করে তুলেছে রোনালদোকে। এসব খবরের কোনো আগামাথা খুঁজে পাচ্ছেন না তিনি। ভিত্তিহীন এসব সব খবরের চরম সমালোচনা করেছেন জুভেন্টাস ফরোয়ার্ড। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বিষয়টিকে অসম্মানজনক বলছেন তিনি। তবে নিজের নাম নিয়ে আর কাউকে খেলতে দেবেন না বলে কড়া ভাষায় হুশিয়ার করে দিয়েছেন রোনালদো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল এক পোস্ট দিয়েছেন রোনালদো।
তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো:
'আমাকে যারা চেনেন, সবাবই জানেন আমি আমার কাজের ব্যাপারে কতোটা মনোযোগী। 'কথা কম, কাজ বেশি'- ক্যারিয়ারের শুরু থেকেই এটা আমার মূলমন্ত্র। সম্প্রতি আমাকে নিয়ে যা বলা হয়েছে এবং লেখা হয়েছে, সবকিছু বিবেচনা করে আমাকে আমার অবস্থান তুলে ধরতে হচ্ছে।
একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে এটা আমার জন্য অসম্মানের চেয়েও বেশি কিছু। আমার ভবিষ্যত নিয়ে যেভাবে অত্যন্ত বাজে উপায়ে গণমাধ্যমে লেখা হয়েছে, এই গুঞ্জনে জড়িত সকল ক্লাবের জন্য তা অসম্মানজনক, একইভাবে খেলোয়াড় ও স্টাফদের জন্যও।
রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়ে গেছে। এটা রেকর্ড করা হয়েছে শব্দ, সংখ্যায়, ট্রফি এবং শিরোনামে। এটি আছে বার্নাব্যু স্টেডিয়ামের জাদুঘর এবং এই ক্লাবের প্রতিটি ভক্তের মনেও। আমার অর্জনের বাইরেও আমার মনে আছে সেই নয় বছরের সম্পর্কের কথা, যা ছিল গভীর অনুরাগ ও শ্রদ্ধার, যেটা আমার এখনও আছে এবং সব সময়ই যা লালন করব। আমি জানি সত্যিকারের রিয়াল মাদ্রিদ ভক্তরা সব সময়ই আমাকে তাদের হৃদয়ে রাখবে এবং তারাও আমার হৃদয়ে থাকবে।
স্পেনে তৈরি হওয়া সাম্প্রতিক এই অধ্যায়ের পাশাপাশি বেশ কয়েকটি লিগের অনেকগুলো ক্লাবের সঙ্গে আমার নাম জড়িয়ে একাধারে খবর ও গল্প লেখা হয়েছে। যার সত্যতা খুঁজে বের করার চেষ্টা করা নিয়ে কেউ কখনও আগ্রহী হয়নি।
আমি এখন আমার নিরবতা ভাঙছি এটা বলতে যে, আমার চারপাশে আমার নাম নিয়ে খেলা করাটা আমি আর বরদাস্ত করব না। আমি আমার ক্যারিয়ার ও কাজের প্রতি যথেষ্ট মনোযোগী আছি। যে চ্যালেঞ্জগুলো আমাকে মোকবিলা করতে হবে, তার জন্য আমি প্রস্তুত ও বদ্ধপরিকর। বাকি সব কিছু? বাকি সব কিছু শুধু কথাবার্তা।'