তিন দলের টুর্নামেন্টের নাম বিসিবি প্রেসিডেন্টস কাপ

টুর্নামেন্ট শুরুর তারিখ নিশ্চিত হয়েছে দুদিন আগে। সূচি, তিন দলের অধিনায়কসহ ক্রিকেটার তালিকাও চূড়ান্ত করে ফেলা হয় সেদিন। তবে সেদিন জানানো হয়নি টুর্নামেন্টের নাম। একটু অদ্ভুত শোনালেও এমনই হয়েছে। সবকিছু চূড়ান্ত হওয়ার দুদিন পর তিন দলের একদিনের টুর্নামেন্টের নাম নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। লোগোও চূড়ান্ত করা হয়েছে।
অধিনায়ক অনুসারে তিন দলের নাম ঠিক করা হয়েছে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়েছে। এদের নাম অনুসারে দলগুলোর নামকরণ করা হয়েছে তামিম একাদশ, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ।
প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার আছেন। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তিনজন করে। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে দল গঠন করা হয়েছে। তিনটি দলে জায়গা হয়েছে যুব বিশ্বকাপ জয়ী ৭ জন ক্রিকেটারের। সুযোগ হয়েছে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া সাব্বির রহমানের। মাহমুদউল্লাহর দলের হয়ে খেলবেন তিনি।
প্রতিটি দল একে অপরের বিপক্ষে ২টি করে ম্যাচ খেলবে। লিগ পর্বে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেরা দুই দল ফাইনাল খেলবে। লিগ পর্বের সব ম্যাচ নিজেদের ইউটিউব চ্যানেলে দেখাবে বিসিবি। ২৩ অক্টোবরের ফাইনাল ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
একদিন পরপর ম্যাচ অনুষ্ঠিত হবে, বৃষ্টির কারণে রিজার্ভ ডে রাখা হয়েছে। ১১ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। ১৩ অক্টোবর তামিম একাদশের বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহ একাদশ। লিগ পর্বের পরের ম্যাচগুলো ১৫, ১৭, ১৯ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
একটু একটু করে ক্রিকেটে ফেরার পরিকল্পনা বিসিবির। স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারদের নিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়। এরপর তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।
স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ডবাই: সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ঈমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
স্ট্যান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম অনিক ও তানভীর ইসলাম।