তামিমদের গর্বে বোল্টের আঘাত

'আমরা ১৩০ রান করার দল নই' কিংবা 'আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ববোধ করি'; তামিম ইকবালের বলা এই দুটি কথা কাটাছেঁড়ার সুযোগ নেই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডানেডিনে বাংলাদেশ যেভাবে হেরেছে, এরপর বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এমন কথা শোনার মানুষের অভাব পড়বে নিশ্চিত।
সবই জানা, শুধু বাংলাদেশের ব্যাটসম্যানরা অচেনা। শনিবার কিউই পেসারদের গতিময় বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ার দৃশ্য তামিম-মুশফিকের কাছেও অস্বাভাবিক মনে হবে। সুইংয়ের ভেল্কি আর বাউন্সারে কুপোকাত হওয়ার দিনে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারও ভুগিয়েছে বাংলাদেশকে।
ওয়ানডে ফরম্যাটটা বাংলাদেশের প্রিয়, এই ফরম্যাটের ব্যাটিং নিয়েও আছে গর্ব। বাংলাদেশের গর্বে আঘাতটা মূলত ট্রেন্ট বোল্ট করেছেন। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা বোলার ২৭ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেটে। একই ওভারে তামিম ও সৌম্য সরকারকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস এলোমেলো করেছেন তিনিই।
বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর দিনে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে বোল্টের ঝুলিতে। ম্যাট হেনরি, কাইল জেমিসন, জেমস নিশামরাও এদিন দাপুটে ছিলেন। পরে ব্যাট হাতেও শাসন করে স্বাগতিকরা। এমন দিনে তামিম ইকবাল ইতিবাচক একটি দিকও পাননি, যেটাকে সঙ্গী করে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবেন।
তবু ব্যাটিং গর্বের কথা এদিন উল্লেখ করলেন তামিম, 'আমার মনে হয় আমরা অনেক বেশি উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। কোনো সন্দেহ নেই তারা দারুণ বোলিং করেছে। কিন্তু আমার মনে হয় আমরা কিছু বাজে শট খেলেছি এবং আমরা কেবল নিজেদেরকেই দোষ দিতে পারি। আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি।'
গর্ব করার মতো কিছু তো মেলেইনি, উল্টো সঙ্গী হয়েছে রাজ্যের হতাশা। বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, 'আজ তা (গর্ব করা) কাজ করেনি। এই উইকেটে ১৩০ কোনোভাবেই যথেষ্ট নয়। আমরা আশা করছি ভুলগুলো খুঁজে বের করার এবং সেগুলো পরের ম্যাচে না করার। কারণ যেমনটা আমি বললাম, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ববোধ করি।'
গর্বের জায়গা ফিরে পেতে চায় বাংলাদেশ। এর জন্য শুরুর দিকের ব্যাটসম্যানদের এগিয়ে আসতে বলছেন তামিম, 'এই অবস্থা কাটিয়ে উঠতে আমাদের অন্তত ২৬০-২৭০ রান করতে হবে। টপ ফাইভ থেকে আমাদের একজনের বড় রান করা খুবই গুরুত্বপূর্ণ। এ রকম যদি একজন ক্যারি অন করতে পারে, তাহলে বড় রান করা সম্ভব। ২৬০, ২৭০, ২৮০ সম্ভব। কিন্তু যদি টপ ফাইভ থেকে না করে, এটা সব সময়ই কঠিন।'